শুকনা উপকরন গুলো যেমন এক কাপ ময়দা, এক চিমটি লবণ, বেকিং পাউডার, চামচ, বেকিং সোডা এক চিমটি, এই সব উপকরণ গুলো চেলে নিতে হবে।, কোকো পাউডার দুই থেকে তিন চামচ নিয়ে চেলে নিতে হবে।, ডিম, চিনি আধা কাপ, সয়াবিন তেল হাফ কাপ, ভ্যানিলা এসেন্স, সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে ভালো, করে ব্লেন্ড করে নিতে হবে তারপর আধা কাপ হালকা গরম দুধ দিয়ে, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।, বাদাম কুচি নিতে হবে।