আলু দিয়ে গরুর গোসত ভুনা

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

আলু দিয়ে গরুর গোসত ভুনা

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1কেজিগরুর গোসত
  2. 5-6 টিআলু
  3. 1/2 চা চামচহলুদ গুরা
  4. 1 - দের চা চামচমরিচ গুরা
  5. 1 চা চামচধনে গুরা চার ভাগের
  6. 1/2 চা চামচজিরা গুরা
  7. চা চামচআদা বাটা দের
  8. 1 চা চামচরসুন বাটা
  9. এক চা চামচগরম মসলা গুরা চার ভাগের
  10. 8-10 টিপেয়াজ কুচি
  11. 2 টিতেজপাতা
  12. 3 টিএলাচ
  13. 2 টিদারচিনি
  14. 5-6 টিকাচা মরিচ
  15. 1/2 কাপতেল
  16. স্বাধমতলবন
  17. পানি

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথমে গোসত ধুয়ে পানি ছেকে নিয়ে এতে হলুদ, মরিচ,ধনে,জিরা, আদা, রসুন সামান্য তেল ও লবন দিয়ে মেখে আধা ঘন্টা ঢেকে রাখি

  2. 2

    হারিতে তেল গরম করে এতে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভেজে কুচি করা অরধেক পেয়াজ দিয়ে বদামি করে ভেজে নেই

  3. 3

    ভাজা হলে এতে গরুর গোসত ডেলে দিয়ে হাফ কাপ থেকে কম পানি দিয়ে 20 মিনিট কষিয়ে নিয়ে এতে আলু গুলো দিয়ে দেই

  4. 4

    আলু দেয়ার পর আরও 10 মিনিট কষিয়ে এতে গরম মসলা গুরা ও কাচা মরিচ ও.বাকি পেয়াজ কুচি দিয়ে কষিয়ে 1 -2কাপ পানি দিয়ে ঢেকে দিয়ে বলক উঠলে অল্প আচে বষিয়ে রাখলে প্রায় আধা ঘন্টা। গোসত নরম হয়ে পানি শুকিয়ে ভুনা ভুনা হওয়া পরযন্ত চুলায় বসিয়ে রখি

  5. 5

    ভুনা হয়ে এলে পরিবেশন পাএে নামিয়ে নেই।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes