Share

Ingredients

30 মিনিট
৪ জন
  1. ৩০০ গ্রাম ছোট আলু
  2. 1/2কাপ মটর শুটি
  3. ১ টা মিডিয়াম টমেটো
  4. ২ ইঞ্চি আদা
  5. ৩ টা কাঁচা লঙ্কা
  6. ১ টেবিল চামচ কাজুবাদাম
  7. 1/2চা চামচ হলুদ
  8. 1/2চা চামচ জীরে গুড়ো
  9. 1/2চা চামচ ধনে গুড়ো
  10. 1/2চা চামচ গরম মসলা
  11. 1/2চা চামচ কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো
  12. 1/2চা চামচ লঙ্কাগুঁড়ো
  13. তেল নুন চিনি স্বাদ অনুযায়ী
  14. ফোড়নে লাগবে দারচিনি, ছোট এলাচ, ½ চা চামচ জীরে, ½ চা চামচ হিং

Cooking Instructions

30 মিনিট
  1. 1

    আলু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে

  2. 2

    হলুদ গুড়ো জীরে গুড়ো ধনে গুড়ো গরম মসলা লাল লঙ্কা গুড়ো ১ টি বটিতে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে

  3. 3

    কাচা লঙ্কা টমেটো আদা কাজুবাদাম একসঙ্গে বেটে নিতে হবে

  4. 4

    কড়াইতে তেল দিয়ে আলু গুলো নুন হলুদ দিয়ে ভাল করে ভেজে নিতে হবে

  5. 5

    ভাজা আলু তুলে নিয়ে সেই তেল এ সব ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে

  6. 6

    একটু ভাজা হলে সেই তেল এ কাশ্মীরি লঙ্কা গুড়ো দিয়ে ভালো নেড়ে টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে

  7. 7

    মসলা টা কষে নিয়ে মটর শুটি আর আলু গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে ফুটতে দিতে হবে

  8. 8

    জল টা নিজের মতো করে দেবেন।।মাখা মাখা হলে নামিয়ে নিন আলু দম।।

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmistha Vidyanta
Sharmistha Vidyanta @cook_29213286
on

Comments

Similar Recipes