হাঁসের ডিমের মালাইকারি

Dipanwita Khan Biswas
Dipanwita Khan Biswas @cook_17466673

#ডিম
ভাতের সঙ্গে ডিম মানেই হয় ঝোল, ডালনা নয়তো কারি৷ অথবা একটু ঝাল ঝাল করে ডিমের কষা৷ আজ শিখে নিন একটু অন্যরকম স্বাদের ডিমের মালাইকারি৷

হাঁসের ডিমের মালাইকারি

#ডিম
ভাতের সঙ্গে ডিম মানেই হয় ঝোল, ডালনা নয়তো কারি৷ অথবা একটু ঝাল ঝাল করে ডিমের কষা৷ আজ শিখে নিন একটু অন্যরকম স্বাদের ডিমের মালাইকারি৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জন
  1. ৬ টিডিম
  2. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  3. ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  4. ১ চা চামচ রসুন বাটা
  5. ১ টেবিল চামচ আদা বাটা
  6. ২ টো টমেটো(পিউরি করা)
  7. ৬-৭ টি কাজুবাদাম বাটা
  8. ৫-৬ টি কাঁচা মরিচ
  9. ১ চা চামচ ধনে গুঁড়া
  10. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  11. ১ চা চামচ চিনি
  12. স্বাদমতো লবণ
  13. ৬ টিলবঙ্গ
  14. ৪ টিএলাচ
  15. ১ টুকরো দারচিনি
  16. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  17. ২ কাপ ঘন নারকেলের দুধ
  18. ২ টেবিল চামচ ঘি
  19. ২ টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে অল্প কেঁচে সামান্য লবণ এবং হলুদ মাখাতে হবে।

  2. 2

    কড়াইয়ে ঘি ও তেল দিতে হবে, গরম হলে ডিমগুলো ভাজতে হবে।

  3. 3

    কড়াই থেকে ডিমগুলো উঠিয়ে গরমমশলা ফোঁড়ন দিতে হবে,এবার পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে এর ভেতর আদা, রসুন, ও পেঁয়াজ বাটা দিয়ে কষাতে হবে,এবার টোম্যাটো পিউরি দিতে হবে,

  4. 4

    মশলা তেলের উপরে উঠে আসলে ধনে গুঁড়ো,গোলমরিচ গুঁড়ো,কাজুবাদাম বাটা ও জিরে গুঁড়ো দিয়ে কষাতে হবে।কষানো মশলায় গরম মশলা দিয়ে নেড়ে নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে ডিমগুলো, লবণ এবং চিনি দিয়ে কড়াই ঢেকে দিতে হবে।

  5. 5

    তরকারিটা তেলের উপরে উঠে আসলে অর্থাৎ তরকারি থেকে তেল আলাদা হলে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dipanwita Khan Biswas
Dipanwita Khan Biswas @cook_17466673
নতুন নতুন রেসিপি রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসি
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes