চিকেন স্টেক উইথ চিজি ম্যাশড্ পটেটো (chicken steak with cheesy mashed potato recipe in Bengali)

Lopamudra Mukherjee
Lopamudra Mukherjee @cook_15931587

#ডিনার রেসিপি

চিকেন স্টেক উইথ চিজি ম্যাশড্ পটেটো (chicken steak with cheesy mashed potato recipe in Bengali)

#ডিনার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৩ জন
  1. চিকেন স্টেক-এর জন্য-
  2. ৩ টে চিকেন ব্রেস্ট
  3. ২ চা চামচ সয়া স্যস
  4. ২ চা চামচ ওস্টার সস
  5. ১ চা চামচ ফিশ সস
  6. ১ চা চামচ স্টেক সস
  7. ১/২ চা চামচ ইংলিশ মাস্টার্ড পেস্ট
  8. ১ চা চামচ লেবুর রস
  9. ১/২ চা চামচ ভিনিগার
  10. ১ চা চামচ ড্রাই রোজমেরি
  11. ১/৪ চা চামচ ড্রাই অরিগ্যানো
  12. ১/৪ চা চামচ ড্রাই থাইম
  13. ১/৪ চা চামচ ড্রাই বেসিল
  14. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  15. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  16. ২চা চামচ রসুন কুচি
  17. স্বাদ মতনুন
  18. ৪ টেবিল চামচ মাখন
  19. ম্যাশড্ পটেটোর জন্য-
  20. ৪ টে মাঝারি আলু
  21. ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  22. ১ কাপ দুধ
  23. ১/২ কাপ স্প্রিং ওনিয়ন কুচি
  24. স্বাদ মতনুন
  25. ৩ টেবিল চামচ মাখন
  26. ৩ টেবিল চামচ মোজারেলা চিজ

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেনের ব্রেস্ট পিস গুলো তে ছুরি দিয়ে কিছু দাগ কেটে নিতে হবে।

  2. 2

    একটা বাটিতে সয়া স্যস, ওস্টাশার স্যস, ফিশ স্যস, স্টেক স্যস, ইংলিশ মাস্টার্ড পেস্ট, গোলমরিচ গুড়ো, নুন, লেবুর রস, ভিনিগার, রোজম্যারি, থাইম, ওরেগ্যানো, বেসিল, চিলি ফ্লেক্স, রসুন কুচি নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে চিকেনের পিস গুলো দিয়ে ভালো করে মাখিয়ে বাটিটা ঢেকে দেড় ঘন্টা ফ্রিজে রাখতে হবে।

  3. 3

    প্যানে ১ টেবিল চামচ মাখন দিতে হবে। গলে গেলে এতে চিকেনের পিস গুলো বসিয়ে দিতে হবে।

  4. 4

    ১০ মিনিট হলে উলটে দিতে হবে আর আরও ১০ মিনিট রাখতে হবে। চিকেন পুরোপুরি রান্না হয়ে নরম হয়ে গেলে নামিয়ে নিতে হবে। সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে।

  5. 5

    আলু গুলো টুকরো করে কেটে জলে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। একটা বাটিতে সেদ্ধ আলু নিয়ে মেখে নিতে হবে।

  6. 6

    এতে দুধ, গোলমরিচ গুড়ো, নুন, স্প্রিং ওনিওন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    প্যানে মাখন গরম করতে হবে। এতে আলুর মিশ্রন-টা দিয়ে ৫ মিনিট নাড়াতে থাকতে হবে।

  8. 8

    এর পর এতে মোজারেলা চিজ দিতে হবে। ভালো করে মেশাতে থাকতে হবে যতক্ষণ না চিজ গলে মিশে যায়। একটু ঘন করে নামিয়ে নিতে হবে।

  9. 9

    চিকেন স্টেক আর চিজি ম্যাশড্ পটেটো একসাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Lopamudra Mukherjee
Lopamudra Mukherjee @cook_15931587

মন্তব্যগুলি

Similar Recipes