চিকেনের ঝোল (chikener jhol recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

চিকেনের ঝোল (chikener jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জনের মতো
  1. 500 গ্রামচিকেন
  2. 1টা টমেটো টুকরো করে কাটা
  3. 2টো পেঁয়াজ কুচি
  4. 1টা আলু খোসা ছাড়িয়ে অর্ধেক করে নেওয়া
  5. 3চা চামচ পেঁয়াজ আদা রসুন ও লঙ্কা পেস্ট
  6. 1চা চামচ জিরে গুঁড়ো
  7. 1চা চামচ হলুদ গুঁড়ো
  8. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. 2চা চামচ গরম মশলা গুঁড়ো
  10. স্বাদমতো নুন
  11. আন্দাজমতো সর্ষের তেল
  12. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    গ্যাসে কড়াই বসিয়ে সরষের তেল গরম করে আলু ভেজে তুলে নিন। ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুন ও লঙ্কা পেঁয়াজ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে হলুদ গুঁড়ো জিরেগুঁড়ো লঙ্কাগুঁড়ো ও পরিমাণমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন।

  2. 2

    এরপর টমেটোর টুকরোগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিন মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে ও তেল ছেড়ে এলে চিকেনের টুকরো গুলো দিয়ে দিন এবং মসলার সাথে চিকেন ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিন মসলা থেকে সুন্দর গন্ধ বের হলে ভেজে রাখা আলু দিয়ে দিন আবারো কিছুক্ষন মাংস কষিয়ে নিন

  3. 3

    এরপর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিন জল ফুটে উঠলে গ্যাসের আজ আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করুন কিছুক্ষণ যতক্ষণ না মাংস ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়।

  4. 4

    ঢাকা সরিয়ে দেখে নিন মাংস আলু সেদ্ধ হয়ে গেলে গরম মসলা দিয়ে আরো দুই মিনিট রান্না করুন এবার ইচ্ছেমতো ঝোল রেখে গ্যাস বন্ধ করে দিন।

  5. 5

    এরপর একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন গরম গরম চিকেনের ঝোল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

মন্তব্যগুলি

Similar Recipes