ডিমের ডেভিল (Dimer devil)

Pubali Chakraborty
Pubali Chakraborty @cook_15704170

ডিমের ডেভিল (Dimer devil)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২টো ডিম
  2. ১টা সেদ্ধ আলু
  3. ১টা পেঁয়াজ কুচি
  4. ১ চা-চামচ আদা রসুন বাটা
  5. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  6. ১ চা চামচ জিরা গুঁড়ো
  7. ১ চা-চামচ ধনে গুঁড়ো
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ চা চামচ চাট মসলা
  10. স্বাদমতো নুন
  11. পরিমান মতো তেল
  12. পরিমাণমতো বিস্কুটের গুঁড়ো
  13. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সেদ্ধ ডিম গুলো প্রথমে হাফ করে কেটে নিতে হবে।

  2. 2

    গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার সব গুঁড়া মসলা দিয়ে ভালো করে মিশিয়ে ২ মিনিট কষিয়ে নিতে হবে

  4. 4

    এবার সেদ্ধ করা স্ম্যাশ আলুতে নুন দিয়ে ভালো করে মিশিয়ে দু-তিন মিনিট রান্না করতে হবে।

  5. 5

    এবার ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এবার হাতে আলুর মিশ্রনটা নিয়ে তার উপর ডিমটা দিয়ে ভালো করে ডিমটা আলু মিশ্রণটা দিয়ে কভার করে নিতে হবে । এইভাবে সবকটা ডিম তৈরি করে নিতে হবে।

  7. 7

    এবার একটা ডিম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  8. 8

    এবার ডিমটাকে প্রথমে ডিমের গোলায় দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো ভাল করে মাখিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে লাল করে।

  9. 9

    তারপর ডিমের ডেভিল শসা ও সসের সাথে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pubali Chakraborty
Pubali Chakraborty @cook_15704170

মন্তব্যগুলি

Similar Recipes