চিড়ের পোলাও (chirer polau recipe in Bengali)

Ankit Suchorita Sen
Ankit Suchorita Sen @cook_20021171

#গল্পকথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডাটা

#পিকনিকরেসিপি

চিড়ের পোলাও (chirer polau recipe in Bengali)

#গল্পকথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডাটা

#পিকনিকরেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রাম চিড়ে
  2. 2টোদু গাজর
  3. 1টাফুলকপি
  4. 1/2 কাপমটরশুঁটি
  5. পরিমাণ মতোঘি
  6. প্রয়োজন অনুযায়ীসাদাতেল
  7. স্বাদ মতো চিনি
  8. প্রয়োজন অনুযায়ীতেজপাতা, দারচিনি,এলাচ ফোঁড়নের জন্য
  9. 1 টিআলু
  10. প্রয়োজন অনুযায়ীচিনে বাদাম,কাজু, কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বলে রাখি এটা মূলত শীতকালীন জলখাবার। প্রথমে আমি শীতকালীন কিছু সবজি গাজর,আলু, ফুলকপি, খুব কুচি কুচি করে কেটে নিয়ে ছিলাম।এরপর কিছু পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে ছিলাম।প্যানে সামান্য পরিমাণ সাদাতেলের সাথে একচামুচ ঘী দিতে হবে।

  2. 2

    গরম হয়ে আসলে তেজপাতা দারচিনি এলাচ ফোঁড়ন দিয়ে সবজি গুলো পরিমান মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    ভাজা হয়ে আসলে (বেশি সময় লাগবে না) চিড়ে(বেশি পাতলা চিড়ে না)একটি পাত্রে ধুয়ে সঙ্গে সঙ্গে প্যানে দিয়ে নাড়তে হবে।

  4. 4

    চিনে বাদাম ভাজা,কাজু, কিশমিশ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে (একটি নোনতা একটু মিষ্টি এই ধরনের হয় খাবার টা) দিয়ে নাড়তে হবে।তখন মনে হবে কেমন যেন দলা পাকিয়ে যাচ্ছে। পরে চিনিটা পুরোপুরি গলে মিশে গেলে একটু নাড়াচাড়া করলেই ঝড়ঝড়ে হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankit Suchorita Sen
Ankit Suchorita Sen @cook_20021171

মন্তব্যগুলি

Similar Recipes