স্টাফড্ পমফ্রেট ফ্রাই (stuffed pomfret fry recipe in Bengali)

Swagata Banerjee
Swagata Banerjee @cook_16336554

স্টাফড্ পমফ্রেট ফ্রাই (stuffed pomfret fry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
১ জনের জন্য
  1. ১ টা মাঝারি আকারের পমফ্রেট মাছ, মাথার দিকটা সামান্য কেটে পরিষ্কার করা
  2. ম্যারিনেট করার জন্য -
  3. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১/৪ চা চামচ নুন
  5. ১ টা লেবুর অর্ধেকটার রস
  6. পুরের জন্য -
  7. ১/৩ কাপ ধনেপাতা কুচি
  8. ১/৪ কাপ পুদিনাপাতা
  9. ৪-৫ কোয়া রসুন
  10. ২ টো কাঁচালঙ্কা
  11. ১/২ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ
  12. স্বাদমতো নুন
  13. কোটিং এর জন্য -
  14. ১ টেবিল চামচ ময়দা
  15. ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  16. ১/৪ কাপ ব্রেড ক্রাম্বস্
  17. ভাজার জন্য -
  18. পর্যাপ্ত পরিমাণ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    মাছটার একধার থেকে ভেতর পর্যন্ত চিরে একটা পকেটের মতো বানিয়ে নিয়েছি এবং মাছের ভেতরে ও বাইরে নুন, হলুদ গুঁড়ো লেবুর রস মাখিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রেখেছি

  2. 2

    ধনেপাতা, পুদিনা পাতা, রসুন ও কাঁচালঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়ে এতে তেঁতুলের ক্বাথটা মিশিয়ে রেখেছি

  3. 3

    এবার মাছের ভেতরে সবুজ পেস্টটা ভালো করে ভরে দিলাম

  4. 4

    এবার ময়দা ও কর্ণফ্লাওয়ার একসাথে মিশিয়ে এই শুকনো মিশ্রণটা মাছের গায়ে ঘসে নিলাম যাতে ঘসার সময় মশলা থেকে সামান্য যে জল বেরোবে তাতে শুকনো মিশ্রণটা আঠার মতো মাছের গায়ে লেগে যাবে। এর ফলে এই আঠালো অংশের ওপর এরপরে ব্রেড ক্রাম্বগুলো ভালো করে বসে যাবে

  5. 5

    এরপর মাছটার দু'দিকে ব্রেড ক্রাম্বগুলো চেপে চেপে বসিয়ে দিলাম

  6. 6

    এবার প্যানে তেল গরম করে মাছটা শ্যালো ফ্রাই করে নিলাম

  7. 7

    দু'পিঠ বাদামী রঙের হলে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করলাম। যেকোনো পার্টি বা বিশেষ অনুষ্ঠানের স্টার্টার হিসেবে এটা একটা দুর্দান্ত রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swagata Banerjee
Swagata Banerjee @cook_16336554

মন্তব্যগুলি

Similar Recipes