দুধ গোকুল পিঠে (doodh gokul pithe recipe in Bengali)

Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad

#সংক্রান্তির রেসিপি
#হলুদ রেসিপি
#ইবুক পোষ্ট২৬

দুধ গোকুল পিঠে (doodh gokul pithe recipe in Bengali)

#সংক্রান্তির রেসিপি
#হলুদ রেসিপি
#ইবুক পোষ্ট২৬

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩-৪জন
  1. ব্যাটারের জন্য :
  2. ৪চা চামচ ময়দা
  3. ২চা চামচ সুজি
  4. ১ কাপ দুধ
  5. স্টাফিং এর জন্য :
  6. ১কাপ খোয়া ক্ষীর
  7. ১/২ কাপ নারকেল কোরা
  8. ১ টা তেজপাতা
  9. ২ টা ছোট এলাচ্
  10. গ্রেভির জন্য :
  11. ১/২ লিটার দুধ
  12. ১০০ গ্রাম গুড়
  13. ২ চা চামচ /৩ চা চামচচিনি / কনডেন্সড মিল্ক
  14. ১ চা চামচ গোবিন্দভোগ চাল গুঁড়ো করা
  15. পরিমান মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    ব্যাটারের জন্য প্রথমে দুধ ছাড়া বাকী সব উপকরণ গুলো পরিমান মতো পাত্রে দিয়ে ভাল করে মিশিয়ে নিলাম।

  2. 2

    এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা মিহি ব্যাটার তৈরী করলাম।লক্ষ্য রাখতে হবে যেন কোন দানা না থাকে।এরপর ১৫-২০ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেষ্ট হতে দিলাম।

  3. 3

    এবার স্টাফিং তৈরীর জন্য প্রথমে প্যান গরম করলাম।

  4. 4

    এবার গরম প্যানে পরিমান মতো নাড়কেল কোড়া দিলাম।১-২ মিনিট পর একটি তেজপাতা আর ছোট এলাচ্ ও দিয়ে ভাল করে নাড়তে লাগলাম।

  5. 5

    এই সময় গন্ধ বেরোলে, খোয়া ক্ষীর দিয়ে খুব ভাল করে ৬/৭ মিনিট লো ফ্লেমে রান্না করে পুর টা মোটমুটি বানিয়ে নিতে হব।

  6. 6

    মিডিয়াম ফ্লেমে ৫-৬ মিনিট নেড়ে যখন দেখা যাবে যে মিশ্রণ টি প্যান থেকে ছেড়ে আসছে তখনই গ্যাস বন্ধ করে গরম অবস্থাতেই ছোট ছোট মন্ড তৈরী করে যেমন খুশী আকার দিয়ে দিতে হবে।

  7. 7

    পরিমান মতো দুধ গরম করতে বসালাম।

  8. 8

    দুধ ফুটতে আরম্ভ করলে তলের গুঁড়ো ভিজানো দুধ টা এই দুধের সাথে মিশিয়ে নিলাম। আর চাল সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করলাম।

  9. 9

    ৬-৭ মিনিট পর চাস সিদ্ধ হলে গ্যাল একদম কমিয়ে পরিমান মতো গড় ও চিনি দিলাম,আর খুব ভাল করে মিশিয়ে নিলাম। গুড়ের দুধ কেটে যেতে পারে তাই ফুটন্ত দুধে গুড় না দিয়ে সামান্য ঠান্ডা করে তারপর গুড় মেশানো ভাল।

  10. 10

    এবার গুড় মিশে গোলে আবার গ্যাসে মিডিয়াম ফ্লেমে দুধ ঘন করতে লাগলাম।

  11. 11

    অন্য একটি প্যানে পরিমান মতো সাদা তেল গরম করলাম।

  12. 12

    এবার তৈরী করে রাখা ক্ষীরের নারকেলের স্টাফিং গুলো কে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলাম ভাল করে। কম ফ্লেমে ৩-৪ মিনিট ধরে ভাজলাম।

  13. 13

    ভাজা হলে গরম দুধে ফেলে দিলাম।হাল্কা হাতে একবার নেড়ে নিয়ে হাই ফ্লেমে ১-২ মিনিট জাল দিয়ে গ্যাস থেকে সরিয়ে ঢাকা চাপা দিয়ে ১ ঘন্টা রেখে দিলাম।

  14. 14

    ঠান্ডা হলে সার্ভ করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad
My Facebook Page Link below👇https://www.facebook.com/RakaBhattacharji/
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes