ডিমের মোহন ভোগ (dimer mohon bhog recipe in Bengali)

Jaya Mukherjee
Jaya Mukherjee @cook_16182991

#হলুদ রেসিপি ডেজার্ট জাতীয় খাবার।

ডিমের মোহন ভোগ (dimer mohon bhog recipe in Bengali)

#হলুদ রেসিপি ডেজার্ট জাতীয় খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ২টি ডিম
  2. ১০০ মি.লি দুধ
  3. স্বাদমতো কনডেন্স মিল্ক
  4. ৫ ফোঁটা হলুদ ফুড কালার
  5. পরিমাণ মত ঘি
  6. ২চা চামচ কাজুবাদাম
  7. ২চা চামচ কিসমিস
  8. ১ চা চামচ পেস্তা
  9. পরিমাণ মত এলাচ গুঁড়ো
  10. ২ চিমটি কেশর
  11. ৫০ গ্রাম মাওয়া
  12. ১-২ফোঁটা গোলাপ এসেন্স
  13. পরিমাণ মত টুটি ফ্রুটি (সাজানোর জন্য)
  14. প্রয়োজন অনুযায়ীতবক (সাজানোর জন্য)

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটি বাটিতে ডিম ও দুধ একসাথে নিয়ে ভালো ভাবে ফেটিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর একটি ননস্টিক কড়াই তে পরিমাণ মত ঘী দিয়ে ডিমের মিশ্রণ ঢেলে দিতে হবে এবং ক্রমাগত নাড়াতে হবে।

  3. 3

    এর একটু পরে ওরমধ্যে পরিমাণ মত কনডেন্স মিল্ক, এলাচ গুঁড়ো, মাওয়া, হলুদ ফুড কালার, কাজুবাদাম, কিশমিস,পেস্তা,সব পরপর দিতে হবে এবং মাঝারি আঁচে পাক করতে হবে।

  4. 4

    এরপর ডিমের মিশ্রণ কিছুটা টেনে আসলে ওরমধ্যে পুনরায় আরও এক চামচ ঘী,কেশর, আর এসেন্স দিতে হবে।

  5. 5

    এইভাবে পাক করতে করতে ডিমের মিশ্রণ একদম টেনে আসলে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  6. 6

    সবশেষে "ডিমের মোহনভোগ" একটি পরিবেশনের পাত্রে ঢেলে ওপরে টুটি ফ্রুটি ও তবক দিয়ে সাজিয়ে ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jaya Mukherjee
Jaya Mukherjee @cook_16182991

মন্তব্যগুলি

Similar Recipes