পটল চিংড়ি (patol chingri recipe in Bengali)

Shipra Ghosh
Shipra Ghosh @cook_21841421

#আমারপ্রথমরেসিপি
#gharoaranna
#samirdutta

পটল চিংড়ি (patol chingri recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি
#gharoaranna
#samirdutta

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-25মিনিট
2-3 জন
  1. 200 গ্রামচিংড়ি মাছ
  2. 200 গ্রামপটল
  3. 3টে মাঝারি আলু
  4. 2টো মাঝারি পেঁয়াজ বাটা
  5. 1চা চামচ আদা বাটা
  6. 1/2চা চামচ রসুন বাটা
  7. 1চা চামচ জিরে গুঁড়ো
  8. 1চা চামচ হলুদ গুঁড়ো
  9. 1/2চা চামচ কাশ্মিরী রেড চিলি পাউডার
  10. 1/2চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  11. 1/2চা চামচ চিনি
  12. 1চা চামচ লবন
  13. 1চা চামচ ঘি
  14. 1চা চামচ টকদই
  15. 25 গ্রামকাজু বাদাম বাটা
  16. 1টা মাঝারি সাইজের টমেটো
  17. 30 গ্রামসরিষার তেল
  18. 1/4চা চামচ গরম মশলা গুঁড়ো
  19. 2 কাপজল
  20. ফোঁড়নের জন্য:
  21. 2-3 টে গোটা এলাচ
  22. 2 টোলবঙ্গ
  23. 1 টাতেজপাতা
  24. 1 টুকরোদারচিনি
  25. 1চা চামচগোটা জিরা

রান্নার নির্দেশ সমূহ

20-25মিনিট
  1. 1

    প্রথমে আলাদা আলাদা করে নুন হলুদ মাখিয়ে আলু, পটল, চিংড়ি ভেজে নেবেন।

  2. 2

    তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দেবেন, তারপর ফোঁড়ন হিসেবে তেজপাতা, গোটা এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর গোটা জিরে দিয়ে 10-12 সেকেন্ড মতো নাড়া চারা করে,, তাতে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা, আদাবাটা, রসুন বাটা,জিরে গুরো, লঙ্কা গুরো, কাশ্মিরী রেড চিলি পাউডার, হলুদ, লবণ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর টমেটো কুচি দিয়ে ভালো করে কোষে নিতে হবে। তারপর মশলা থেকে তেল ছাড়ার মতো হলে তার মধ্যে ভেজে রাখা পটল,আলু, চিংড়ি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে।

  3. 3

    এরপর 2কাপ জল অ্যাড করে 10মিনিট চাপা দিয়ে রাখতে হবে। তারপর এর মধ্যে দই, কাজু বাটা, চিনি দিতে হবে। এরপর 4-5মিনিট এভাবে ফোটার পর গরম মশলা গুরো মিশিয়ে দিয়ে, ঘি দিতে হবে, তারপর আবার 8-10মিনিটের জন্যে ঢিমে আঁচে বসিয়ে রাখতে হবে।

  4. 4

    এবারে আমাদের পটল চিংড়ি রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shipra Ghosh
Shipra Ghosh @cook_21841421

মন্তব্যগুলি

Similar Recipes