মিক্স পকোড়া (mix pakora recipe in Bengali)

Priya Das
Priya Das @cook_12735498

#লকডাউন রেসিপি
লকডাউন এর মত কঠিন পরিস্থিতি তে সব কিছু বন্ধ থকালেও পেট তো কথা শুনবে না,তাই বিকেলে র জলখাবার হিসেবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যেতেই পারে এই স্নাকস টা।

মিক্স পকোড়া (mix pakora recipe in Bengali)

#লকডাউন রেসিপি
লকডাউন এর মত কঠিন পরিস্থিতি তে সব কিছু বন্ধ থকালেও পেট তো কথা শুনবে না,তাই বিকেলে র জলখাবার হিসেবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যেতেই পারে এই স্নাকস টা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4জন
  1. 1 কাপমিহি করে কুচনো আলু
  2. 1 কাপমিহি করে কুচানো পেঁয়াজ
  3. 1/২কাপ মিহি করে কুচানো টমেটো,ঘরে অন্য যেকোনো সবজি থাকলে নেেওয়া যাবে।
  4. 2চা চামচচালের গুঁড়ো
  5. 1 চা চামচময়দা
  6. 2চা চামচলঙ্কা গুঁড়ো
  7. 1 চা চামচকালো জিরে
  8. 1 চামচরসুন বাটা
  9. 1/২ চা চামচমচ খাবাার সোডা
  10. স্বাদ মত নুন
  11. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    সব উপকরণ এক সাথে মেখে নিতে হবে সামান্য জল দিয়েশুকনো শুকনো করে।

  2. 2

    করাতে সাদা তেল গরম করে পকড়ার আকারে ভেজে নিতে হবে বাদামি করে।চা,মুড়ির সাথে বা শুধু মুখে দারুন লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priya Das
Priya Das @cook_12735498

Similar Recipes