দই বড়া(doi bora recipe in Bengali)

Mousumi Bhattacharjee
Mousumi Bhattacharjee @cook_20509022

দই বড়া(doi bora recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৭ জনের জন‍্য
  1. ১০০ গ্রাম বিউলির ডাল
  2. ৩ কাপ দই
  3. ২ চা চামচ গোটা জিরে
  4. স্বাদ মতোনুন
  5. ৬ টি কারি পাতা
  6. ৪ টেবিল চামচ লাল লঙ্কা গুড়ো
  7. ৪ টেবিল চামচ চাট মশলা
  8. ৫ টেবিল চামচ (আগে থেকে করে রাখা) তেতুলের চাটনি
  9. ৫০ গ্রাম ঝুরি ভাজা
  10. ৩ টেবিল চামচ চিনি
  11. ২ টোকাঁচা লঙ্কা
  12. ১ টেবাল চামচ খাবার সোডা
  13. ১ টেবিল চামচ গোল মরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ডালটা কে ৫ ঘন্টা ভিজিয়ে রাখলাম।

  2. 2

    তারপর মিক্সি তে ঐ ভেজানো ডাল ও তাতে ২ চামচ গোটা জিড়ে ২টো কাচা লঙ্কা,৩ টে কাড়িপাতা আর সামান‍্য জল দিয়ে ভালো করে পিষে নিলাম।

  3. 3

    পিষে নেওয়ার পর একটা মস্রিন ব‍্যাটার বের হলো। এরপর সেই ব‍্যাটারের মধ‍্যে নুন,গোল মরিচ গুড়ো,খাবার সোডা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর কড়াই তে তেল গরম করে বড়া গুলো লাল লাল করে ভেজে নিলাম।ভাজা মাত্রই সঙ্গে সঙ্গে জলের মধ‍্যে বড়া গুলো কে ১০ মিনিট ডুবিয়ে রাখলাম।

  4. 4

    এরপর অন‍্য পাত্রে দইটা একটু ফাটিয়ে নিলাম।এরপর তার মধ‍্যে নুন ও চিনিটা দিয়ে আর একবার নেড়ে নিলাম। তারপর বড়াগুলো ঐ দইয়ের মধ‍্যে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর একটি সুন্দর পাত্রে ক'টা বড়া দিয়ে তার ওপর একে একে চাট মশলা,তেতুলের চাটনি,লাল লঙ্কা গুড়ো, কাড়িপাতা,দই ও ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Bhattacharjee
Mousumi Bhattacharjee @cook_20509022

Similar Recipes