মোরোগ পোলাও(morog polau recipe in Bengali)

Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

#goldenapron3
আমি golden apron 3 এর 1st জুন সপ্তাহের ধাঁধা থেকে Pulao (পোলাও) বেছে নিয়ে এই রেসিপি টা বানিয়েছি।

মোরোগ পোলাও(morog polau recipe in Bengali)

#goldenapron3
আমি golden apron 3 এর 1st জুন সপ্তাহের ধাঁধা থেকে Pulao (পোলাও) বেছে নিয়ে এই রেসিপি টা বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

70 মিনিট
3 জনের জন্য
  1. চিকেন রান্নার জন্য উপকরণ:
  2. 3টি চিকেনের লেগ পিস
  3. 6টেবিল চামচ টক দই
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 1টি পেঁয়াজ স্লাইজ করা (বড় আকারের)
  7. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. 1টি তেজপাতা
  10. 1 টুকরোদারুচিনি
  11. 3টি লবঙ্গ
  12. 3টি ছোট এলাচ
  13. 1টেবিল চামচ কাঠ বাদাম বাটা
  14. 4টেবিল চামচ ঘি
  15. 1 কাপগরম দুধ
  16. 1 চা চামচচিনি
  17. ভাত রান্নার উপকরণ :
  18. 2 কাপবাসমতী চাল
  19. 3 কাপগরম জল(যে কাপের মাপের চাল নেওয়া হয়েছে সেই কাপের মাপের)
  20. 1 কাপগরম দুধ(যে কাপের মাপের চাল নেওয়া হয়েছে সেই কাপের মাপের)
  21. 1টি তেজপাতা
  22. 1 টুকরোদারুচিনি
  23. 3টি লবঙ্গ
  24. 3টি ছোট এলাচ
  25. 4টি গোটা গোলমরিচ
  26. স্বাদ মতনুন
  27. 3টেবিল চামচ ঘি
  28. ফিনিশিং এর উপকরণ :
  29. 1টেবিল চামচ কিসমিস
  30. 3টি সিদ্ধ ডিম
  31. 1/2 চা চামচকেওরা জল
  32. 1/2 চা চামচগোলাপ জল
  33. 1টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

70 মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে নুন আর লংকা গুঁড়ো মিশিয়ে নিয়ে তাতে চিকেনের পিস গুলো দিয়ে একসাথে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা ফ্রিজের বাইরে রেখে দিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে স্লাইজ করা পেঁয়াজ টা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    পিঁয়াজ টা লাল হয়ে এলে তাতে আদা বাটা, রসুন বাটা দিয়ে আরেকটু ভালো করে একসাথে ভেজে নিয়ে ওর মধ্যে নুন আর ম্যারিনেট করে রাখা চিকেন টা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ওর মধ্যে বাদাম বাটা আর দুধ নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে চিকেন টা ভালো করে সেদ্ধ করে নিতে হবে।

  5. 5

    শেষে চিনি মিশিয়ে ঝোল টা প্রায় শুকনো করে নিতে হবে।

  6. 6

    এবার চাল টাকে ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  7. 7

    এবার একটি পাত্রে ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে চাল টা দিয়ে সো সো শব্দ হওয়ার অব্দি ভেজে নিতে হবে।

  8. 8

    এবার ওর মধ্যে জল, দুধ আর নুন দিয়ে ঝরঝরে ভাত বানিয়ে নিতে হবে।

  9. 9

    এবার গ্যাস বন্ধ করে অর্ধেক টা ভাত তুলে নিতে হবে আর চিকেন গুলো ও ঝোল থেকে তুলে নিতে হবে।

  10. 10

    এবার বাকি অর্ধেক টা ভাতের সাথে চিকেনের ঝোল টা মিশিয়ে নিয়ে তার উপরে চিকেনের পিস গুলিকে দিয়ে উপর থেকে বাকি ভাত দিয়ে ঢেকে দিতে হবে।

  11. 11

    এবার উপর থেকে কিশমিশ,ঘি,গোলাপ জল আর কেওরা জল দিয়ে পাত্রটির মুখ টা খুব ভালো করে চাপা দিয়ে 10 মিনিট লো আঁচে একটি তাওয়ায় রেখে গরম করে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  12. 12

    এবার ডিম দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

Similar Recipes