পনির সাসলিক (paneer shashlik recipe in Bengali)

Satabdi Sengupta
Satabdi Sengupta @satabdi19

#পরিবারের প্রিয় রেসিপি

পনির সাসলিক (paneer shashlik recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 400 গ্রামপনির (1 ইঞ্চি টুকরো),
  2. 1 টুকরোপেঁয়াজ, ক্যাপ্সিকাম, বেল পেপার (বড় টুকরো করা)
  3. 2টেবিল চামচ সর্ষের তেল
  4. 2টেবিল চামচ শুকনো খোলায় নাড়া বেসন
  5. 1টেবিল চামচ আদা কুচি
  6. 1টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি
  7. 1 চা চামচজোয়ান
  8. 1/2 কাপজল ছাড়া টক দই
  9. 1 চা চামচরসুন বাটা
  10. স্বাদ মতোনুন
  11. 1টা গোটা পাতিলেবুর রস
  12. 2 চা চামচরেড চিলি ফ্লেক্স
  13. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  14. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  15. 1 চা চামচধনে গুঁড়ো
  16. 1/2 চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আদা, লঙ্কা কুচি, জোয়ান, বেসন, নুন, হলুদ দিয়ে 3 মিনিট মত একদম কম আঁচে নাড়তে হবে, এরপর গ্যাস অফ করে দিতে হবে।

  2. 2

    একটি বড় বাটিতে টক দই, রসুন বাটা, লেবুর রস, চিনি, রেড চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো সব একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ওই দই এর মিশ্রনে বেসন এর মিশ্রণ টা ঢেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    এবার এই পেস্ট টা পনীর আর সমস্ত সবজির গায়ে ভালো কৱে মেখে, কমপক্ষে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।।

  5. 5

    এবার জলে ভেজানো কাঠি গুলো তে এক এক করে পনির আর ভেজিটেবলস গুলো কে গেঁথে নিতে হবে।

  6. 6

    এবার একটা নন স্টিক প্যান গরম করে তাতে 1 চা চামচ তেল ব্রাশ করে নিয়ে পনির গাঁথা কাঠি গুলো সাজিয়ে দিতে হবে।

  7. 7

    এক এক পিঠ ঘুরিয়ে ফিরিয়ে অল্প ভাজা ভাজা কৱে নিতে হবে।

  8. 8

    ওপর দিয়ে চাট মশলা ছড়িয়ে গরম গরম পনির সাসলিক পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Satabdi Sengupta
Satabdi Sengupta @satabdi19

Similar Recipes