হালওয়াই কালাকান্দ (halwai kalakand recipe in Bengali)

Mithu roy
Mithu roy @cook_24374213

হালওয়াই কালাকান্দ (halwai kalakand recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
তিন থেকে চারজন
  1. 1-4 কাপপরিমাণ সুজি
  2. 700 এম এল দুধ
  3. 1-2 টেবিল চামচ চিনি
  4. 1 চিমটিনুন
  5. 50 গ্রামখোয়া ক্ষীর
  6. প্রয়োজন অনুযায়ীসাজানোর জন্য কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে দুধ টাকে জ্বাল দিয়ে নিতে হবে ঘন করে। এরপর ওই দুধের মধ্যে সুজি আর চিনির আগে ভালো করে মিশিয়ে নিতে হবে ধিমে আছে। এবার খোয়া ক্ষীর ভালো করে গুঁড়ো করে নিয়ে এরমধ্যে মেশাতে হবে।

  2. 2

    বেশ কিছুক্ষণ ডিমে আছে জিনিসটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে লেগে ধরবে। নাড়াচাড়া করতে করতে একটা সময় উপকরণগুলি একটা মন্ডল আকারে চলে আসবে তখন গ্যাস অফ করে দিতে হবে।

  3. 3

    মনটাকে হালকা ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে মেখে নিতে হবে মোলায়েম করে। মেখে নেওয়ার পরে একটা থালায় সামান্য ঘি বা তেল লাগিয়ে ভালো করে মনটাকে বিছিয়ে দিতে হবে বেলেনের সাহায্যে বা হাতের সাহায্যে।

  4. 4

    এবার একটা চুরির মাধ্যমে ছোট ছোট পিস করে নিতে হবে এবং সাজানোর জন্য উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল হালওয়াই কালাকান্দ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mithu roy
Mithu roy @cook_24374213

Similar Recipes