মিক্স সব্জী পাস্তা (mix sabji pasta recipe in Bengali)

Mali Chakraborty
Mali Chakraborty @cook_21789596

#ক্যুইক ফিক্স ডিনার

মিক্স সব্জী পাস্তা (mix sabji pasta recipe in Bengali)

#ক্যুইক ফিক্স ডিনার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 100গ্ৰাম পাস্তা
  2. 1টি গাজর ছোট ছোট করে কাটা
  3. 15গ্ৰামবিন ছোট ছোট করে কাটা
  4. 15গ্ৰাম মটরশুঁটি আলু, পেঁয়াজ ছোট ছোট করে কাটা (সব 1টা করে নিয়েছি)
  5. স্বাদমতোলবণ
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচগোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পাস্তা সেদ্ধ করে নামিয়ে নিতে হবে।তারপর কড়াইতে 2চা চামচ সরসের তেল অথবা সাদা তেল দিয়ে তাতে সব সবজি দিয়ে দিতে হবে।

  2. 2

    এবার একটু লবণ দিয়ে দিতে হবে।ভাজা ভাজা হলে তার মধ্যে লঙ্কা কুচি দিয়ে তাতে হাফ চা চামচ হলুদ দিয়ে নেরে তার মধ্যে সেদ্ধ

  3. 3

    পাস্তা দিয়ে দিতে হবে।এবার চাইলে একটু গোলমরিচ গুড়ো দিতে পারেন।এবার সব একসাথে ভালো করে নেরে নামিয়ে নিতে হবে ।তৈরি মিক্স সবজি পাস্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mali Chakraborty
Mali Chakraborty @cook_21789596

Similar Recipes