পমফ্রেটের ঝাল (pomfret jhal recipe in Bengali)

Chandana Patra
Chandana Patra @chandanapatra

পমফ্রেটের ঝাল (pomfret jhal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 200গ্ৰাম পমফ্রেট
  2. 1 চা চামচসরষে বাটা
  3. 1 চা চামচপোস্ত বাটা
  4. 2 চা চামচনারকেল বাটা
  5. 1 চা চামচধনে পাতা কুচি
  6. প্রয়োজন অনুযায়ীরান্নার জন্য সরষে তেল
  7. স্বাদমতোলবণ
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1/4 চা চামচফোড়নের জন্য কালো জিরে

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো হাল্কা করে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এখন সেই তেলে কালজিরা ফোরন দিয়ে একে একে সরষে,পোস্ত, নারকেল বাটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে,অল্প জল দিয়ে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে।

  3. 3

    ফুটে উঠলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।গরম ভাতের সাথে অসাধারণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chandana Patra
Chandana Patra @chandanapatra

Similar Recipes