মটরশুঁটির কচুরি (matarshutir kochuri recipe in Bengali)

Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

#goldenapron3
আমি #goldenapron3 এর 6th জুন সপ্তাহের ধাঁধা থেকে Kachori (কচুরি) বেছে নিয়ে এই রেসিপি টা বানিয়েছি।

মটরশুঁটির কচুরি (matarshutir kochuri recipe in Bengali)

#goldenapron3
আমি #goldenapron3 এর 6th জুন সপ্তাহের ধাঁধা থেকে Kachori (কচুরি) বেছে নিয়ে এই রেসিপি টা বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
2 জনের জন্য
  1. 75 গ্রামখোলা ছাড়িয়ে সেদ্ধ করা মটরশুটি
  2. 1 কাপময়দা
  3. 2 চা চামচভাজা মশলা (3 টি ছোট এলাচ, 3টি লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, 1টি ছোট তেজপাতা, 1টি শুকনো লংকা, 1/2 চা চামচ জিরে এই সব কটা মশলা কে ভালো করে শুকনো খোলা তে ভেজে মিক্সি তে গুঁড়ো করা)
  4. 1/2 চা চামচচিনি
  5. স্বাদ মতনুন
  6. 1 চিমটিহিং
  7. 1 চা চামচআদা বাটা
  8. 1 কাপভেজিটেবিল তেল
  9. 1/3 কাপজল ময়দা মাখার জন্য (প্রয়োজনে বেশি বা কম দিতে পারেন)

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে সেদ্ধ করা মটরশুটি নিয়ে হাত দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে 2 টেবিল চামচ ভেজিটেবিল তেল নিয়ে তার মধ্যে হিং ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মটরশুটি, নুন, চিনি আর আদা বাটা টা দিয়ে ভালো করে একসাথে মেশাতে হবে।

  3. 3

    এবার জল টা পুরো শুকিয়ে গেলে তার মধ্যে ভাজা মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিলে ই মটরশুটির পুর রেডি।

  4. 4

    এবার একটি পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে নুন আর 1 টেবিল চামচ ভেজিটেবিল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দা টিকে মেখে একটি ডো তৈরি করে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে।

  5. 5

    এবার 5 মিনিট পর ওই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তার মধ্যে মটরশুটির পুর পুরে মুখ বন্ধ করে বেলে নিতে হবে।

  6. 6

    এবার একটি পাত্রে ভেজিটেবিল তেল নিয়ে গরম করে তার মধ্যে বেলা কচুরি গুলো দিয়ে ডুবো তেলে ভেজে তুলে নিলেই রেডি মটরশুটির কচুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

Similar Recipes