ছানার পুর ভরা পটলের দোর্মা (chaanar pur bhora patoler dorma recipe in Bengali)

Antara Das
Antara Das @cook_24818148

#আমারপ্রথমরেসিপি
#priyorecipe
#Sunanda
মায়ের কাছে শেখা এই রেসিপি টি আমি তোমাদের কাছে নিয়ে এলাম, পুরোপুরি নিরামিষ এই পদ টি কিন্তু খেতে অসাধারণ হয়
তবে তোমরা চাইলে পেয়াজ দিয়েও করতে পারো

ছানার পুর ভরা পটলের দোর্মা (chaanar pur bhora patoler dorma recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি
#priyorecipe
#Sunanda
মায়ের কাছে শেখা এই রেসিপি টি আমি তোমাদের কাছে নিয়ে এলাম, পুরোপুরি নিরামিষ এই পদ টি কিন্তু খেতে অসাধারণ হয়
তবে তোমরা চাইলে পেয়াজ দিয়েও করতে পারো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
  1. ৫০০ গ্রাম পটল
  2. ২০০ গ্রাম পনির
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১০০গ্রাম কাজু,কিসমিস
  5. ২ চা চামচ লঙ্কা কুচি
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১ চা চামচ লঙ্কা বাটা
  8. ১ চা চামচ হলুদ গুঁড়া
  9. ১ চা চামচ করে জিরা গুঁড়া, ও
  10. ১ চা চামচধনে গুঁড়া
  11. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  12. ১০০ গ্রাম কাজু কিসমিস (দুটো মিলিয়ে)
  13. ২ টা তেজপাতা
  14. ২ টা ছোট এলাচ
  15. ১ টুকরো দারুচিনি
  16. ১টি শুকনো লঙ্কা
  17. ২ টা লবঙ্গ
  18. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়া
  19. ১ টি তেজপাতা
  20. ১ চা চামচ গোটা জিরে
  21. ১ কাপ জল
  22. ১ চা চামচ ঘি
  23. ৪ চা চামচ ময়দা
  24. ১ (ছোট)কাপ তেল
  25. স্বাদ মতলবণ ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে পটল গুলোর খোসা চেছে নিতে হবে পুরো খোসা ছাড়ানো যাবে না, তারপর একটা সাইড থেকে কেটে ভিতরের সব বীজ গুলো কুরে বের করে নিতে হবে, এবার পুর টা করে নিতে হবে পনির টা গ্রেড করে নিতে হবে,এবার কড়াই তে অল্প তেল দিয়ে তাতে একটু জিরে ফোরণ দিয়ে গ্রেড করে রাখা পনির,জিরে গুড়া,ধনে গুড়া, লঙ্কা কুচি,কাজু কিসমিস,নুন মিষ্টি ও গরম মসলা দিয়ে নেড়ে নিলেই পুর তৈরি

  2. 2

    এবার ময়দা অল্প জল দিয়ে একটু ঘন করে গুলে নিতে হবে পটলে পুর ভরে নেবো এবার পুর ভরা পটল গুলো ময়দা দিয়ে মুখ বন্ধ করে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে

  3. 3

    এবার গ্রেভি করবো - কড়াই তে তেল দিয়ে তেজপাতা,গোটা গরম মসলা,শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোরণ দিতে হবে, এবার আদা বাটা দিয়ে জিরে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,লঙ্কা বাটা, জলে গুলে নিয়ে কড়াই তে দিয়ে দিতে হবে,একটু কষে নিয়ে কাজু পেস্ট দিতে হবে, তারপর পরিমাণ মত নুন মিষ্টি ও জল দিয়ে পটল গুলো দিয়ে দিতে হবে,পটল গুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে ঘি ও গরম মসলার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই রেডি পটলের দোরমা 😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Antara Das
Antara Das @cook_24818148

Similar Recipes