চিকেন কষা (chicken kosha recipe in Bengali)

Piyali Rakshit
Piyali Rakshit @cook1287P
Raiganj
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪জন
  1. 1কেজি দেশি মুরগির মাংস
  2. 200গ্রাম পেঁয়াজ
  3. 1 টামাঝারি মাপের গোটা রসুন
  4. 2 ইঞ্চি করে কেটে রাখা
  5. ৮টা শুকনো লঙ্কাগুঁড়ো
  6. 2গ্রাম ফোড়নের জন্য মেথি
  7. 1গ্রাম জিরা ফোড়নের জন্য
  8. ১টাটমেটো
  9. ১টালেবু মাঝারি মাপের
  10. ১৫০গ্রামসরষের তেল
  11. 4 টেবিল চামচলবণ
  12. 2 টেবিল চামচহলুদ
  13. 1 ইঞ্চিআদা

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে চিকেন খুব ভালো করে ধুয়ে লেবুর রস,লবণ,হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে 15 মিনিট।

  2. 2

    কড়াইয়ে দেড়শ গ্রাম তেল দিন।তেল গরম হয়ে এলে গোটা মেথি ও গোটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি গুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে,তারপর মেখে রাখা চিকেন দিয়ে দিতে হবে । তারপরে রসুন বাটা,আদা বাটা, (লবণ,হলুদ পরিমাণ মতো প্রয়োজনে) যেহেতু আগে মাংস তে দিয়ে মেখে রাখা হয়েছে । টমেটো কুচি দিয়ে দিতে হবে,দিয়ে খুব ভাল করে কষিয়ে নিতে হবে। কষা হলে জল দিয়ে দিতে হবে স্টিম কমিয়ে কুড়ি মিনিট ঢেকে রেখে দিতে হবে ।কুড়ি মিনিট পরে হালকা নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে,পরোটার সাথে,রুটির সাথে

  3. 3

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Piyali Rakshit
Piyali Rakshit @cook1287P
Raiganj
রান্না শেখার একটি চেষ্টা
আরও পড়ুন

Similar Recipes