ম্যাংগো কাস্টার্ড পুডিং(mango custard puding recipe in Bengali)

Avinanda Patranabish
Avinanda Patranabish @cook_24817897

#মিষ্টি
ট্র‍্যাডিশনাল মিষ্টির থেকে বাইরে গিয়ে আজ একটু অন্য রকম মিষ্টি বানানোর চেষ্টা করলাম। ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি ম্যাংগো কাস্টার্ড পুডিং।

ম্যাংগো কাস্টার্ড পুডিং(mango custard puding recipe in Bengali)

#মিষ্টি
ট্র‍্যাডিশনাল মিষ্টির থেকে বাইরে গিয়ে আজ একটু অন্য রকম মিষ্টি বানানোর চেষ্টা করলাম। ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি ম্যাংগো কাস্টার্ড পুডিং।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৫ জন
  1. ৩টেবড়, পাকা, মিষ্টি আম
  2. ৬চা চামচচিনি
  3. ৩ টেবিল চামচভ্যানিলা ফ্লেভার্ড কাস্টার্ড পাউডার
  4. ১ লিটারদুধ সাধারন
  5. ১/৪ কাপদুধ ঠান্ডা
  6. পরিমান মতোসাজানোর জন্য টুটি ফ্রুটি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    আম মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।

  2. 2

    একটা বাটিতে ১/৪ কাপ ঠান্ডা দুধ নিয়ে এতে ভালো করে কাস্টার্ড পাউডার গুলে নিতে হবে।

  3. 3

    একটা পাত্রে ১ লিটার দুধ ৬ চা চামচ চিনি দিয়ে ফোটাতে হবে।

  4. 4

    দুধটা ফুটে উঠলে ওর মধ্যে ধীরে ধীরে কাস্টার্ড গোলা দুধটা মেশাতে হবে লো ফ্লেমে।

  5. 5

    মিশ্রণটি এবার পুরো ঠান্ডা হতে দিতে হবে।

  6. 6

    যেই গ্লাসে সার্ভ করা হবে সেই গ্লাস গুলোও আগে থেকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে ভালো হবে।

  7. 7

    এবার ওই গ্লাসে ২ চামচ কাস্টার্ড দিতে হবে। এর ওপর সমান ভাবে ছড়িয়ে দিতে হবে ২ চামচ ম্যাংগো পাল্প। এরপর আবার দিতে হবে কাস্টার্ড এবং আবার ম্যাংগো পাল্প। এইভাবে লেয়ার বানিয়ে নিতে হবে।

  8. 8

    সব গ্লাসে এইভাবে লেয়ারিং হয়ে গেলে একদম ওপরের লেয়ারে অল্প টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে ২ ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Avinanda Patranabish
Avinanda Patranabish @cook_24817897

Similar Recipes