মিষ্টি সিঙাড়া (mishti singara recipe in Bengali)

Uma Sarkar
Uma Sarkar @cook_12708558

#মিষ্টি
এই সিঙাড়া মিষ্টি অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় । বেচে যাওয়া মিষ্টি দিয়ে করা।অনেক শুকনো মিষ্টি বেচে গিয়েছে খাওয়া হচ্ছে না।তখন এই ভাবে বানিয়ে নতুন রুপে পরিবেশন করুন।

মিষ্টি সিঙাড়া (mishti singara recipe in Bengali)

#মিষ্টি
এই সিঙাড়া মিষ্টি অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় । বেচে যাওয়া মিষ্টি দিয়ে করা।অনেক শুকনো মিষ্টি বেচে গিয়েছে খাওয়া হচ্ছে না।তখন এই ভাবে বানিয়ে নতুন রুপে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
15 সারভিংস
  1. 11/2 কাপময়দা
  2. 1/3 কাপঘি
  3. 1/2 চা চামচনুন
  4. প্রয়োজন মতোজল
  5. 2টিটি লাড্ডু
  6. 2টোবরফি
  7. 4 টা পেড়া
  8. 2 পিসকালাকাদ
  9. 1/2 কাপড্রাই ফ্রুট
  10. 1/4 চা চামচএলাচ গুড়ো
  11. 11/2 কাপচিনি
  12. 1/2 কাপজল
  13. পরিমাণ মততেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    সব মিষ্টি ভেঙে একসঙ্গে মিশিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। সাথে এলাচ গুড়ো ও ড্রাই ফ্রুট মিশিয়ে । ঠান্ডা করতে হবে

  2. 2

    ময়দায় নুন ও ঘি মিশিয়ে অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে নিতে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার মাঝারি লেচি নিয়ে বেলে মাঝখান থেকে কেটে দু টুকরো করে সিঙাড়া সেপ দিয়ে মিষ্টি পুর ভরে সিঙাড়া বানিয়ে নিন।

  4. 4

    এবার পর্যাপ্ত তেল হালকা গরম করে সিঙাড়া ভেজে নিতে হবে সোনালী রং করে। গ্যাস একদম মিনিমাম এ থাকবে।

  5. 5

    সিঙাড়া তেল থেকে তুলে পেপার তোয়ালের উপরে রেখে এক্সট্রা তেল ঝড়িয়ে নিতে হবে।

  6. 6

    দের কাপ চিনি তে হাফ কাপ জল দিয়ে ফুটিয়ে সিরা তৈরি করে ভাজা সিঙাড়া রসে ডুবিয়ে তুলে নিতে হবে। ঠান্ডা করে বক্সে ভরে রাখুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Uma Sarkar
Uma Sarkar @cook_12708558

Similar Recipes