মালপোয়া (malpua recipe in Bengali)

Puja Das Sardar
Puja Das Sardar @cook_24864659
টালিগঞ্জ

#ময়দা
#ebook2
মালপোয়া সবাই কম বেশী পছন্দ করে, মালপোয়া নানান রকম ভাবে বানানো গেলেও আমার এই ময়দা সুজি দিয়ে বানানো মালপোয়ার রেসিপি টি খুব সহজে এবং খুব কম সময়ে বানানো যায়, আপনারাও তৈরী করতে পারেন

মালপোয়া (malpua recipe in Bengali)

#ময়দা
#ebook2
মালপোয়া সবাই কম বেশী পছন্দ করে, মালপোয়া নানান রকম ভাবে বানানো গেলেও আমার এই ময়দা সুজি দিয়ে বানানো মালপোয়ার রেসিপি টি খুব সহজে এবং খুব কম সময়ে বানানো যায়, আপনারাও তৈরী করতে পারেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
5-6জন
  1. 2কাপ ময়দা
  2. 1কাপ সুজি
  3. 1কাপ চিনি
  4. 1কাপ গরম দুধ
  5. প্রয়োজন মতো গরম জল
  6. 1চিমটি নুন
  7. 1চিমটি বেকিং সোডা
  8. 1+1 চিনির শিরা বানানোর জন্য জল এবং চিনি ভালোকরে ফুটিয়ে নিতে হবে, এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিতে হবে ফ্লেভার এর জন্য
  9. পরিমাণ মতোমালপোয়া ভাজার জন্য সাদা তেল
  10. প্রয়োজন অনুযায়ী মৌরি

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দা, সুজি, চিনি, নুন, বেকিং সোডা ভালোকরে মিশিয়ে নিতে হবে

  2. 2

    এর মধ্যে 1 কাপ দুধ এবং প্রয়োজন মতো জল দিয়ে একটি ঘন ব্যাটার বানাতে হবে.. এবং ঢাকা দিয়ে প্রায় 30মিনিট রেখে দিতে হবে, এর ফলে সুজি গুলো ভালোভাবে ফুলে ব্যাটার টা আরো ঘন হয়ে যাবে

  3. 3

    এবার একটা পাত্রে 1:1 অনুপাতে চিনি এবং জল নিয়ে ওভেন এ চিনির শিরা বানিয়ে ওভেন বন্ধ করে একপাশে সরিয়ে রাখতে হবে

  4. 4

    30মিনিট পর গ্যাস এ করাই বসিয়ে তাতে সাদা তেল গরম করতে হবে, তেল গরম হলে মিডিয়াম আঁচে একটা একটা করে মালপোয়া ভাজতে হবে

  5. 5

    মালপোয়া ভালোভাবে ফুলে উঠলে এপিঠ ওপিঠ করে ভালোকরে ভেজে তুলে একটা পাত্রে রেখে একটু ঠান্ডা করতে হবে

  6. 6

    এর পর মালপোয়া গুলো চিনির শিরায় ডুবিয়ে 2-3ঘন্টা পর পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Das Sardar
Puja Das Sardar @cook_24864659
টালিগঞ্জ

Similar Recipes