পুঁই চিংড়ি(pui chingri recipe in Bengali)

Mandal Roy Shibaranjani
Mandal Roy Shibaranjani @cook_24188845
আমি থাকি জামশেদপুর , টেলকো কলোনি।

#ebook2
#ই- বুক বিভাগ ১- বাংলা নববর্ষ

কথায় আছে শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই। তাই নববর্ষ তে রাজা পাতে থাকবেনা তাই কখনো হয়। তাই এই নববর্ষের আমার প্রথম রান্না হলো এই পদটি।এটি পুরোটাই আমার মা এর থেকে শেখা। এত অসাধারণ খেতে হয় না খেলে বিশ্বাস হবেনা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২জন
  1. পরিমান মতোপুঁই শাক আর ডাটা আলাদা করে কেটে জল ঝরিয়ে রাখা
  2. ১০ -১২টা মাঝারি চিংড়ি নুন হলুদ দিয়ে ভেজে রাখা
  3. ২টো আলু ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে রাখা
  4. পরিমান মতোকুমড়ো ডুমো করে কেটে হালকা ভেজে রাখা
  5. ১/২ কাপ মতো আদা জিরে বাটা
  6. ১/২ কাপসর্ষে পোস্ত বাটা(৩চামচ পোস্ত এক চামচ সাদা সরষে)
  7. স্বাদমতোনুন চিনি
  8. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  9. প্রয়োজন অনুযায়ীগোটা তেজ পর, শুঁকনো লংক্‌ গোটা জিরে ফোড়ন
  10. স্বাদমতো শুকনো লঙ্কার গুঁড়ো
  11. পরিমাণ মতোকাঁচা লঙ্কা
  12. প্রয়োজন অনুযায়ী নারকেল এর দুধ (ঐচ্ছিক )

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে যে কড়াইতে চিংড়ি আলু আর কুমড়ো ভাজা হ য়েছে ওই তেল এই আগে ডাটা গুলো একটু ভেজে নিতে হবে।

  2. 2

    এর পর কড়াইতে ফোড়ন দিয়ে বাটা মসলা গুলো দিয়ে নুন হলুদ চিনি স্বাদমতো দিয়ে গুরো লংকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু ডাটা কুমড়ো আর পুঁই সাক দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর নারকেল এর দুধের সাথে পোস্ত আর সরষে মিশিয়ে ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  3. 3

    ১২ মিনিট পর সব উপাদান মোটামুটি সেদ্ধ হ য়ে গেলে ঢাকা খুলে ওর মধ্যে চিংড়ি মাছ গুলো দিয়ে ১০ মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে যতোক্ষণ না তেল ছাড়তে শুরু করে বেশ গা মাখা মতো হয়ে গেলে সার্ভ করলেই রেডী।গরম ভাতের সঙ্গে দারুন জমে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

দ্বারা রচিত

Mandal Roy Shibaranjani
Mandal Roy Shibaranjani @cook_24188845
আমি থাকি জামশেদপুর , টেলকো কলোনি।
আমি একজন হাউস ওয়াইফ। রান্নার প্রতি ভালোবাসা ছোটো থেকেই আমার মা কে দেখে শেখা।
আরও পড়ুন

Similar Recipes