নো ইস্ট সিনামান রোল(No yeast Cinnamon roll recipe in Bengali)

Rina Das
Rina Das @cook_17348736

নো ইস্ট সিনামান রোল(No yeast Cinnamon roll recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
3 জনের জন্য।
  1. 1 কাপময়দা
  2. 5 চা চামচগলানো মাখন
  3. 1/4 কাপদুধ
  4. 1 চা চামচভিনিগার
  5. 1/4 চা চামচবেকিং সোডা
  6. 1/3 চামচবেকিং পাউডার
  7. 1/4 চা চামচনুন
  8. 2 চা চামচচিনি
  9. 1 চা চামচদারুচিনি গুঁড়ো
  10. 2টেবিল চামচ ব্রাউন চিনি
  11. 2 চা চামচমাখন

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    সব উপকরণ একসাথে করে নিলাম।

  2. 2

    প্রথমে শুকনো উপকরণ মিশিয়ে গলানো মাখন দিয়ে মিশিয়ে ভিনিগার মেশানো দুধ দিয়ে মেখে নিয়ে 20 মিনিট ঢেকে রাখলাম।

  3. 3

    এবার দারুচিনি গুঁড়ো,বাটার, ব্রাউন সুগার একসাথে মিশিয়ে নিলাম।

  4. 4

    দারুচিনি, বাটার, চিনির মিশ্রনটা দিয়ে বুকফোল্ড করে সমান করে নিলাম।

  5. 5

    সরু সরু করে কেটে বিনুনি করে দুটো মুখ চেপে দিয়ে ফয়েলের বোল/সিলিকন বলে রেখে 20 মিনিট ব্যেকিং করে নিলাম।

  6. 6

    উপর থেকে একটু বাটার ব্রাশ করে নিলাম।

  7. 7

    এবারে উপর থেকে আইশিং সুগার দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Das
Rina Das @cook_17348736

Similar Recipes