চিংড়ি মাছের কাটলেট (chingri macher cutlet recipe in Bengali)

নিবেদিতা মল্লিক
নিবেদিতা মল্লিক @cook_19984795

#মাছের রেসিপি
চিংড়ি সকলেরই প্রিয়, খুব কম সংখ্যক লোক আছেন যারা চিংড়ি পছন্দ করেন না বা খাননা, এটি ছাড়া বাঙালীর কোন অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, আর চিংড়ির কাটলেট? লা জবাব !

চিংড়ি মাছের কাটলেট (chingri macher cutlet recipe in Bengali)

#মাছের রেসিপি
চিংড়ি সকলেরই প্রিয়, খুব কম সংখ্যক লোক আছেন যারা চিংড়ি পছন্দ করেন না বা খাননা, এটি ছাড়া বাঙালীর কোন অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, আর চিংড়ির কাটলেট? লা জবাব !

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩ জন
  1. ৬ টি বড় আকারের বাগদা চিংড়ি
  2. ১ টি বড়পেঁয়াজের রস
  3. ২ চা চামচ রসুন বাটা
  4. ২ চা চামচআদা বাটা
  5. ১ টি কাঁচালঙ্কা বাটা (ঝাল অনুযায়ী)
  6. ১ টুকরো লেবুর রস
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ১ চিমটি চিনি
  9. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়
  10. ১/৪ চা চামচ মাস্টার্ড পাউডার
  11. ১ টি ডিম
  12. পরিমাণ মতোব্রেড ক্রাম্ব (গড়বার জন্য)

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    চিংড়ির মাথা, পিছনের শির,ও গায়ের খোলা ছাড়িয়ে নেবেন কিন্তু লেজটি রেখে দেবেন, পরিষ্কার করে ধুয়ে চিংড়ির পিছন দিকে থুড়ে নেবেন যাতে করে চিংড়িটি একটু ছড়িয়ে যায়, এবার ডিম ও ব্রেড ক্রাম্ব বাদে বাকি উপকরণগুলি মিশিয়ে নিন, সারাদিন ম্যারিনেট করে বিকেলে গড়বেন

  2. 2

    এবার ম্যারিনেসান থেকে নিয়ে ১ চিমটে নুন দেওয়া ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে পরিষ্কার ভাবে একটি কাটলেটের আকার দিয়ে রাখুন, সবকটা গড়ে ফ্রিজের তাকে রাখুন কিছুক্ষণ সেট করার জন্য

  3. 3

    রাত্রে গরম গরম ভেজে মাস্টার্ড সস ও টমেটো সস সহযোগে পরিবেশন করুণ, চাইলে চিলি সস ও স্যালাডও সঙ্গে রাখতে পারেন, তবে মাস্টর্ড সস দিয়ে খেতে সত্যিই লা জবাব!!

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
নিবেদিতা মল্লিক

Similar Recipes