রং দে বসন্তী পোলাও (Rang de basanti Polau recipe in Bengali)

Arpita Karmakar
Arpita Karmakar @cook_25322059

#ebook2
#নববর্ষ

নববর্ষের দিন পোলাও তো আলাদা ঐতিহ্য এনে দেয়।

রং দে বসন্তী পোলাও (Rang de basanti Polau recipe in Bengali)

#ebook2
#নববর্ষ

নববর্ষের দিন পোলাও তো আলাদা ঐতিহ্য এনে দেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘ ৩০মিনিট
৪জন
  1. ৪ কাপ(বড়) গোবিন্দ ভোগ চাল
  2. ৮কাপ জল
  3. পরিমান মতোকাজু ও কিসমিস
  4. ২ টো তেজপাতা
  5. ২-৩ টেগোটা গরম মশলা
  6. ৬ চা চামচ ঘি
  7. পরিমাণ মতোসাদা তেল
  8. ১/২ চা চামচহলুদ
  9. স্বাদমতোলবণ ও চিনি
  10. ১/২ চা চামচআদা

রান্নার নির্দেশ সমূহ

১ঘ ৩০মিনিট
  1. 1

    চাল ভালো করে ধুয়ে ঝড়িয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর চালের মধ্যে পরিমাণ মত হলুদ, চিনি, আদা বাটা, লবণ, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে এটিকে ঢাকা দিয়ে ৪০ মিনিট রেখে দিন।

  3. 3

    কড়াই তে সাদা তেল ও ৩ চামচ ঘি দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে কাজু গুলো দিয়ে সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে তাতে কিসমিস দিয়ে হালকা ভাজা ভাজা হলে তাতে চালের মিশ্রনটা দিয়ে দিতে হবে।

  4. 4

    চাল কম আঁচে নাড়াচাড়া করে তাতে গরম জল দিয়ে দিতে হবে।খেয়াল রাখতে হবে যত কাপ চল ঠিক তার দ্বিগুণ জল দিতে হবে। কম বেশী যাতে না হয়।এর মধ্যে ২ টো কাঁচা লঙ্কা চিরে দিন।

  5. 5

    তারপর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিন। ৫-১০ মিনিট অন্তর ঢাকা খুলে নাড়িয়ে নিতে হবে। নুন মিষ্টি কম হলে সেই সময় দিয়ে দিতে হবে।

  6. 6

    তারপর চাল সিদ্ধ হয়ে এলেই তৈরী বাঙালির উৎসব অনুষ্ঠানের চিরকালের ঐতিহ্যবাহী পদ রং দে বাসন্তী পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Karmakar
Arpita Karmakar @cook_25322059

Similar Recipes