চিকেনের ঝোল (chicken jhol recipe in Bengali)

Mandal Roy Shibaranjani
Mandal Roy Shibaranjani @cook_24188845
আমি থাকি জামশেদপুর , টেলকো কলোনি।

#ebook2
#ই - বুক বিভাগ -১: নববর্ষ
এটা খুব ই সাধারণ একটা রেসিপি। কিন্তু এই দিনটা তে সবধরনের বাবা মা রাই চান তাদের বাচ্চাদের মুখে এই খাবারটি তুলে দেওয়ার। তাই এই নববর্ষ রেসিপি তে আমি এই রেসিপি টি না দিয়ে পারলাম না।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ২টো পেয়াজ কুচি
  3. ২ টেবিল চামচ রসুন বাটা
  4. ২ টেবিল চামচ আদা বাটা
  5. ১ টা বড়ো পেয়াজ বাটা
  6. পরিমাণমতো সাদা তেল
  7. স্বাদমতোলাল লংকা গুঁড়ো
  8. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  9. স্বাদমতোহলুদ নুন চিনি
  10. প্রয়োজন মতো গোটা গরম মসলা তেজপাতা শুঁকনো লঙ্কা
  11. প্রয়োজন মতো গুঁড়ো গরম মসলা
  12. ২- ৪আলু ভেজে কেটে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন গুলোকে ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে ১চামচ পেয়ায বাটা ১/২ চামচ আদা রসুন বাটা একটু লংকা গুঁড়ো একটু হলুদ আর ২চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে একে একে গোটা গরম মসলা তেজপাতা শুঁকনো লংকা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেয়াজ কুচি দিয়ে চিনি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাদামি করে

  3. 3

    এরপর ওর মধ্যে একে একে পেয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ১০ মিনিট মতো মসলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে ৭ মিনিট মতো কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু গুলো দিয়ে একটু নাড়িয়ে গরম জল ঢেলে দিতে হবে। ১২ মিনিট পর ঢাকা খুলে আলু চিকেন সেদ্ধ হয়েগেলে ৫মিনিট ঢাকা খুলে ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি (7)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
Darun hoeche 👌amar recipe gulo dekho valo lagle like comment r anusharan deo ❤

দ্বারা রচিত

Mandal Roy Shibaranjani
Mandal Roy Shibaranjani @cook_24188845
আমি থাকি জামশেদপুর , টেলকো কলোনি।
আমি একজন হাউস ওয়াইফ। রান্নার প্রতি ভালোবাসা ছোটো থেকেই আমার মা কে দেখে শেখা।
আরও পড়ুন

Similar Recipes