লাউ চিংড়ি (lau chingri recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @cook_9264109
Kolkata West Bengal

#ebook2
লাউ চিংড়ি হল একটি সুস্বাদু পদ ,যে কোন উৎসব অনুষ্ঠানে পরিবেশন করা যায়।

লাউ চিংড়ি (lau chingri recipe in Bengali)

#ebook2
লাউ চিংড়ি হল একটি সুস্বাদু পদ ,যে কোন উৎসব অনুষ্ঠানে পরিবেশন করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ লাউ
  2. ১ ফালি কুমড়ো
  3. ২০০ গ্রাম চিংড়ি
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১.৫ চা চামচ ধনে জিরে গুঁড়ো
  6. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  7. ১ টা টমেটো কুচি
  8. ২ কোয়া রসুন কুচি
  9. ১/২ পেঁয়াজ কুচি
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ জিরা
  12. ১ টা তেজপাতা
  13. ১/৪ চা চামচ গরম মশলা
  14. স্বাদ মতনুন ও চিনি
  15. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    লাউ এবং কুমড়ো কুচি করে কেটে নিন। কুমড়ো দিলে লাউ ভালো ভাবে মিশে যায় এবং খেতেও সুস্বাদু হয়

  2. 2

    এবার তেল গরম করে তাতে চিংড়ি মাছ দিয়ে দিন নুন হলুদ মাখিয়ে এবং ভাল করে ভেজে তুলে রাখুন

  3. 3

    ঐ তেলে জিরা তেজপাতা দিয়ে দিন এবং সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ রসুন কুচি দিয়ে নেড়ে নিন

  4. 4

    এবার কুচি করে কাটা লাউ ও কুমড়ো দিয়ে দিন এবং ভাল করে ভাজুন, নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন

  5. 5

    বাটা দিয়ে দিন এবং ভাল করে সেদ্ধ করে নিন

  6. 6

    নরম হয়ে গেলে আদা বাটা ও ধনে জিরা গুঁড়ো দিয়ে দিন এবং ভাল করে ভাজুন

  7. 7

    টমেটো কুচি লাল লঙ্কার গুঁড়ো ও ভেজে রাখা মাছ দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে নিন

  8. 8

    অবশেষে সামান্য চিনি ও গরম মসলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিন এবং পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty
Sushmita Chakraborty @cook_9264109
Kolkata West Bengal
https://www.facebook.com/Susmitas-kichen-833153793500528/my fb page
আরও পড়ুন

Similar Recipes