রাজকচুরি (raj kochuri recipe in Bengali)

Payel Chakraborty
Payel Chakraborty @payel1_abhilash

#দই
#india2020
দই দিয়ে তৈরী এই কচুরী ভীষন টেস্টি হয় । ভারতের ঐতিহ্যবাহী খাবারের মধ্যেও এটি একটি । চাট হিসবে এটা দারুণ যায় ।

রাজকচুরি (raj kochuri recipe in Bengali)

#দই
#india2020
দই দিয়ে তৈরী এই কচুরী ভীষন টেস্টি হয় । ভারতের ঐতিহ্যবাহী খাবারের মধ্যেও এটি একটি । চাট হিসবে এটা দারুণ যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
2জন
  1. 1 কাপময়দা
  2. 1 কাপসুজি
  3. 1/4 কাপবেসন
  4. স্বাদমতোনুন
  5. 1 কাপসেদ্ধ করা মুগডাল
  6. 1 কাপসেদ্ধ করে চৌকো করে কেটে নেওয়া আলু
  7. 2 চামচশুকনো বোঁদে
  8. 1/2 টেবিলচামচ সরু ঝুরিভাজা
  9. 1 কাপদই
  10. 3 চামচপুদিনা চাটনি
  11. 2 চামচটমাটো সস
  12. 1 চামচবিটনুন
  13. 2 চামচচিনি
  14. 2 চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    একটা পাত্রে সুজি, ময়দা, বেসন, লঙ্কার গুঁড়ো, নুন আর তেল খুব ভালো করে মিশিয়ে নিয়ে
    জল দিয়ে ময়দা মেখে আধ ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে ।

  2. 2

    তার পর আরও একবার ভালো করে ঠেসে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়ে

  3. 3

    লুচির মতো করে বেলতে হবে, তবে খুব পাতলা হবে না । গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে দু’পিঠ, কচুরি যেন ফুলে ওঠে

  4. 4

    এবার আলুর টুকরো, মুগডাল, পাপড়ি, বোঁদে ইত্যাদি মিশিয়ে ভরে দিতে হবে কচুরির মধ্যেটা।একটা পাত্রে দই আর 1/2 চাচামচ চিনি আর নুন ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে।উপর থেকে দই, সবুজ চাটনি আর টমাটো সস,
    ঝুরিভাজা দিতে হবে ।বিট নুন ছড়াতে হবে উপর থেকে। সাজিয়ে নিলেই তৈরী রাজ কচুরী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payel Chakraborty
Payel Chakraborty @payel1_abhilash

Similar Recipes