বাসন্তী পোলাও আর চিকেনকষা(Basonti pulao are chicken kosha recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

#ebook2
#বাংলা নববর্ষ
বাসন্তীপোলাও ১টি জনপ্রিয় বাঙালি পোলাও যা যেকোনো উৎসবে রান্না করা হয়।চিকেন আমাদের সকলের প্রিয়,আলু দিয়ে ঝোল কিংবা ঝাল ফ্রাই খেতে কিন্তু খুব ভালো লাগে।পোলাওর সাথে চিকেন কষা খেতে অসাধারণ লাগলেও রুটির সাথেও খুব ভালো লাগে।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৩০মিনিট
১জন
  1. ১কাপ বাসমতী চাল
  2. ১/২কাপ ঘি
  3. ১০টি কাজুবাদাম
  4. ১টেবিল চামচ চিনি
  5. স্বাদমত লবণ
  6. ১টি পেঁয়াজ বাটা
  7. ১টেবিল চামচ আদা ও রসুন বাটা
  8. ১টি টমেটো(ডেকোরেশনের জন্য)
  9. ১বাটি চিকেন
  10. ১টেবিল চামচ হলুদের গুঁড়ো
  11. ১টি শসা
  12. ২টি তেজপাতা
  13. ২টি এলাচ
  14. পরিমাণমতোতেল
  15. ১টিকাঁচা লঙ্কা(ডেকোরেশনের জন্য)
  16. ২টেবিল চামচ লঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    ১মে বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরে নিবেন।এরপর কড়াইতে ঘি দিবেন।ঘি গরম হলে কাজুবাদাম,তেজপাতা ও এলাচ দিবেন।এরপর চালটাকে দিয়ে দিবেন।তারপর হলুদেরগুড়ো,লবণ ও চিনি দিয়ে চালটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিবেন ।১৫ মিনিট পর জলটা শুকিয়ে গেলে ১টি বাটিতে বাসন্তীপোলাও টি নামিয়ে ফেলবেন।

  2. 2

    এরপর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিবেন।এরপর কড়াইতে তেল দিবেন।তেল গরম হলে আদা ও রসুনের পেষ্ট দিবেন।এরপর পেয়াজের পেষ্ট দিবেন।পেয়াজটা লাল হলে হলুদেরগুড়ো,লবণ,লঙ্কারগুড়ো দিবেন এরপর চিকেনটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিবেন।কষানো হয়ে গেলে জল দিবেন।

  3. 3

    ১০মিনিট পর চিকেনটা যখন ঘনো হয়ে আসবে চিকেন কষাটা ১টি বাটিতে নামিয়ে ফেলবেন।এরপর ১টি ডিশে বাসন্তীপোলাও ও চিকেনকষা শসা,পেয়াজ,টমেটো ও কাচালঙ্কাদিয়ে আপনার পছন্দমতো সাজিয়ে নিবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

Similar Recipes