কাশ্মীরি পনির চমন(Kashmiri Paneer Chaman recipe in Bengali)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

#India2020
আমাদের ভুসর্গ হলো কাশ্মীর, এই স্বর্গ রাজ্যের খাওয়া দাওয়াতে একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এখানের প্রসিদ্ধ একটি রেসিপি আমি বানালাম। এতটাই রাজকীয় স্বাদ এই পনির চমনের আশা করি সকলের ভালো লাগবে। রুটি, পরোটার সাথে অথবা কাশ্মীরি পোলাও , সাধারণ পোলাও ইত্যাদির সাথে পরিবেশন করা যেতে পারে।

কাশ্মীরি পনির চমন(Kashmiri Paneer Chaman recipe in Bengali)

#India2020
আমাদের ভুসর্গ হলো কাশ্মীর, এই স্বর্গ রাজ্যের খাওয়া দাওয়াতে একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এখানের প্রসিদ্ধ একটি রেসিপি আমি বানালাম। এতটাই রাজকীয় স্বাদ এই পনির চমনের আশা করি সকলের ভালো লাগবে। রুটি, পরোটার সাথে অথবা কাশ্মীরি পোলাও , সাধারণ পোলাও ইত্যাদির সাথে পরিবেশন করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম পনির
  2. ২ কাপ দুধ
  3. ২ টেবিল চামচ ঘি
  4. স্বাদ অনুসারেলবণ
  5. ২ চা চামচ মৌরি গুঁড়ো
  6. ১/২ চা চামচ আদা গুঁড়ো
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ গোটা জিরে
  9. ৩ টি ছোট এলাচ
  10. ৩ টি লবঙ্গ
  11. ১ চিমটি কেশর

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পনির টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    এইবার একটি পাত্রে দুধ গরম করে নিতে হবে এবং ওই গরম দুধের মধ্যে পনিরের টুকরো গুলো ২০-২৫ মিনিট ভিজিয়ে নরম করে নিতে হবে।

  3. 3

    পনির নরম হওয়ার পর প্যানে ঘি গরম করে গোটা জিরে,এলাচ ও লবঙ্গ ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে দুধের থেকে পনির গুলো উঠিয়ে নিয়ে দুধ টা প্যানে ঢেলে দিতে হবে। দুধ ফুটে উঠলে মৌরি গুঁড়ো, হলুদ, স্বাদ অনুসারে লবণ ও আদার গুঁড়ো সব একত্রে দিয়ে দুধ টা ফুটতে দিতে হবে।

  4. 4

    এরপর পনিরের টুকরো গুলো দিয়ে আঁচ কমিয়ে ঢেকে রান্না করতে হবে।

  5. 5

    যখন দুধ ঘনো হয়ে ক্রিম বেরিয়ে আসবে তখন ওপর থেকে গরম মশলা গুঁড়ো ও কেশর ছড়িয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে কেশর ও গরম মসলার সুগন্ধ পনিরের মধ্যে ঢুকে যায়। তারপর পোলাও বা রুটি পরোটার সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_20810460

Similar Recipes