ময়দা কারি(Moida curry recipe in bengali)

Rakhi Biswas
Rakhi Biswas @cook_22432548

#ময়দার
#ebook2
আমরা ময়দা দিয়ে তো পরোটা নান, নানারকম ফ্রাই জিনিস বা পাউরুটি, পিৎজা খেয়ে থাকি. কিন্তু কোন অনুষ্ঠানে বা নববর্ষের দিনে একটু অন্যরকম তরকারি বা কারি খেতে চাইলে ময়দা দিয়ে এইরকম একটি কারি/ বা তরকারি বানানো যেতে পারে.

ময়দা কারি(Moida curry recipe in bengali)

#ময়দার
#ebook2
আমরা ময়দা দিয়ে তো পরোটা নান, নানারকম ফ্রাই জিনিস বা পাউরুটি, পিৎজা খেয়ে থাকি. কিন্তু কোন অনুষ্ঠানে বা নববর্ষের দিনে একটু অন্যরকম তরকারি বা কারি খেতে চাইলে ময়দা দিয়ে এইরকম একটি কারি/ বা তরকারি বানানো যেতে পারে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

দুইজন
  1. 1/2 কাপময়দা
  2. 1 চা চামচতেল
  3. স্বাদমতোসামান্য একটু লবণ
  4. গ্রেভির জন্য
  5. 1টি পেঁয়াজ কুচি
  6. 1/2টেবিল চামচ আদা, রসুন বাটা
  7. 1টা ছোট টমেটো
  8. 4টে কাজুবাদাম
  9. 1 চা চামচকাসুরি মেথি
  10. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  11. 1 টা দারচিনি
  12. 2টো লবঙ্গ
  13. 2টিএলাচ
  14. 1টি তেজপাতা
  15. 4টে গোটা গোলমরিচ
  16. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  17. স্বাদমতোলবণ
  18. 1/2টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  19. 1/2টেবিল চামচ ধনে গুঁড়ো
  20. 1/4 চা চামচমিট মসলা
  21. 1/4 চা চামচগরম মসলা গুঁড়া
  22. 1/2 চা চামচগোটা জিরে
  23. 2টেবিল চামচ তেল
  24. ভেতরের স্টাফিং
  25. 3টেবিল চামচ মাংসের কিমা
  26. 2টেবিল চামচ গাজর কুচি
  27. 2টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  28. 1টা পেঁয়াজ কুচি
  29. 1/2 পরিমান মত হলুদ
  30. স্বাদমতোলবণ
  31. 1/4 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  32. 1/4 চা চামচমিট মসলা
  33. 1টেবিল চামচ তেল
  34. 1 চিমটিগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ময়দা তে তেল আর লবণ দিয়ে ময়ান দিয়ে জল দিয়ে ময়দাটা কে মেখে আধঘন্টার জন্য ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে. কাজু বাদাম, টমেটো পেস্ট করে নিতে হবে.

  2. 2

    এক চামচ তেল দিয়ে আদা কুচি,রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ দিতে হবে. এরপর এক মিনিটের মত ভেজে ক্যাপ্সিকাম, গাজর দিয়ে দিতে হবে.চিকেন দিয়ে দিতে হবে, চিকেন দিয়ে একটু ভাজা ভাজা হলে হলুদ,লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, মিট মশলা দিয়ে নাড়তে হবে. একটু ভাজা ভাজা হলে সামান্য জল দিতে হবে. জল শুকিয়ে মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে.,

  3. 3

    এবার ময়দাটা কে আবার মেখে নিতে হবে একটু. ফুচকার লেচির থেকে সামান্য একটু বড় লেচি করতে হবে. এক একটা লেচি ময়দা দিয়ে বেলে অল্প করে পুর দিতে হবে. এবার চারটে কোন একসাথে কোনাকোনিভাবে জোড়া লাগিয়ে দিতে হবে.

  4. 4

    এবার কড়াইতে তেল দিতে হবে. এবার এগুলো তেলে ভেজে নিতে হবে. ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে.

  5. 5

    3 চামচের মতো তেল রেখে বাকি তেল উঠিয়ে দিতে হবে. তেজপাতা, গোটা জিরে, গোলমরিচ আর গোটা গরম মসলা থেঁতো করে এই তেলে ফোরন দিতে হবে. এবার আদা-রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিতে হবে. এক মিনিটের মত ভাজা হয়ে গেলে টমেটো আর কাজু বাদামের পেস্ট দিয়ে দিতে হবে. সামান্য একটু ভেজে নিয়ে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে. নাড়তে নাড়তে যখন তেল বেরোবে তখন এক গ্লাসের মতো জল দিতে হবে.

  6. 6

    এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন মিট মসলা আর কাসুরি মেথি দিয়ে দিতে হবে. ঢাকা আরো পাঁচ মিনিট ফোটাতে হবে লো ফেল্মে. এবার ভেজে রাখা ময়দার লেচি গুলো দিয়ে দিতে হবে.

  7. 7

    এবার এক মিনিটের মত রেখে উল্টে দিতে হবে. গরম মসলা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে. পাঁচ মিনিট পর ভাতের সাথে রুটি সাথে বা পরোটার সাথে পরিবেশন করতে হবে. * এটা ভিতরে পুর না দিলেও হবে. পুর ছাড়াও করা যায়. এতে মাংস ছাড়াও সব রকম পুর দিয়ে করা যাবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rakhi Biswas
Rakhi Biswas @cook_22432548

মন্তব্যগুলি (8)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Darun byapar toh!!
Khub sundor hoyeche...Amio chesta korechi kichu notun dewar. Bhalo lagle ekta comment obossoi debe ar bhalo lagle onusoron dio😊

Similar Recipes