মোগলাই পরোটা (Moglai paratha recipe in Bengali)

Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

মোগলাই পরোটা (Moglai paratha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৬ জনের জন্য
  1. ৫০০গ্রাম ময়দা
  2. ৬টি ডিম
  3. ৩টি পেঁয়াজ এর কুচি
  4. ৩চা চামচলঙ্কা কুচি
  5. ১/২কাপ ধনেপাতা কুচি
  6. পরিমাণমতোভাজবার জন্য সাদা তেল
  7. ৬ চা চামচ সাদা তেল (ময়দা মাখার জন্য)
  8. ২চা চামচ বেকিং সোডা
  9. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দা নিয়ে তাতে সাদা তেল দিয়ে,বেকিং সোডা ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে ও কিছু সময় এর জন্য রেখে দিতে হবে। তারপর আবার একটু ময়দা টা মেখে নিয়ে লেচি কেটে বড়ো বড়ো ৬টি গোলা তৈরি করে নিতে হবে ।

  2. 2

    এবার একটি করে গোলা নিয়ে বেলে নিতে হবে বড়ো করে, অন্য দিকে একটি পাত্রে একটি ডিম ভেঙে নিয়ে তাতে নুন, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ও বেলে রাখা রুটি টার ওপর দিয়ে রুটির চার দিকটা চার ভাজ করে বন্ধ করে দিতে হবে ও দেখতে হবে যেন ডিমের গোলা টা বেরিয়ে না আসে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

Similar Recipes