আনারসের চাটনি (Anaraser Chutney recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#ebook2
আনারস দিয়ে তৈরী এই চাটনী খুব সহজেই তৈরী করা যায় | খেতেও খুব সুস্বাদু | ভাত লুচি পরটা সবার সাথেই বেশ ভালো যায় এই রেসিপিটি |

আনারসের চাটনি (Anaraser Chutney recipe in Bengali)

#ebook2
আনারস দিয়ে তৈরী এই চাটনী খুব সহজেই তৈরী করা যায় | খেতেও খুব সুস্বাদু | ভাত লুচি পরটা সবার সাথেই বেশ ভালো যায় এই রেসিপিটি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ১/২ পাকা আনারস গ্রেট করা
  2. ১ চা চামচ সাদা তেল
  3. ১চিমটি নুন
  4. ৬-৭চা চামচ চিনি
  5. ২ চা চামচ ভাজা পাঁচফোঁড়ন গুঁড়া
  6. ১টি পাতিলেবুর রস
  7. ১ চা চামচ কাজুবাদাম
  8. ২ চা চামচ কিসমিস
  9. ১ চা চামচ হলুদ গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে আনারস ধুয়ে খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে রাখতে হবে | তারপর তার অর্ধেকটা নিয়ে গ্রেট করে নিতে হবে |

  2. 2

    প্যানে সাদা তেল দিয়ে গ্রেট করা আনারস দিয়ে নেড়ে তাতে নুন হলুদ ও চিনি দিয়ে নাড়তে হবে | এরপর কিসমিস কাজু দিয়ে রসে একটু সেদ্ধ হতে দিতে হবে | চিনি যখন একটু আঠালো মত হবে তখন নামিয়ে রাখতে হবে |

  3. 3

    এরপর তাতে ভেজে গুঁড়া করে রাখা পাঁচ ফোঁড়ন মেশাতে হবে | উপর দিয়ে পাতিলেবুর রস ছড়িয়ে চামচে করে নাড়িয়ে এক টি কাঁচের পাত্রে ঢেলে রাখতে হবে ।.এটি কাঁচের বয়েমে রেখে অনেক দিন স্টোর করা যায় ।আনারসের এই চাটনীর রেসিপিটি ভাত / রাইস / পরোটা লুচি সবার সাথেই শেষপাতে বেশ ভালো লাগে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes