টমেটো পোস্ত রুই(Tomato posto Rui recipe in Bengali)

Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী

রথযাত্রা, বাড়িতে ভালোমন্দ খাওয়াদাওয়া হবে না তাই কখনো হয়,তাই রথযাত্রা উপলক্ষে এই দারুন স্বাদের রুই মাছের রেসিপি একবার হলেও ট্রাই‌ করে দেখবেন।তাহলে রথের দিনের দুপুরটা একদম জমে যাবে।

টমেটো পোস্ত রুই(Tomato posto Rui recipe in Bengali)

#ebook2
#রথযাত্রা/জন্মাষ্টমী

রথযাত্রা, বাড়িতে ভালোমন্দ খাওয়াদাওয়া হবে না তাই কখনো হয়,তাই রথযাত্রা উপলক্ষে এই দারুন স্বাদের রুই মাছের রেসিপি একবার হলেও ট্রাই‌ করে দেখবেন।তাহলে রথের দিনের দুপুরটা একদম জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জনের জন্য
  1. ৫ টুকরো রুই মাছের পিস
  2. ১ টা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করা
  3. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  4. ১ টা মাঝারি টমেটো কুচানো
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. ৬ টেবিল চামচসর্ষের তেল
  7. ১টেবিল চামচ হলুদ গুঁড়ো
  8. ১ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো
  9. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  10. ৬ টেবিল চামচ পোস্ত বাটা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো কে নুন, হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে ১০ মিনিটে জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো কে খুব ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার ঐ মাছ ভাজার তেলেই পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে।

  4. 4

    ওটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভাজতে হবে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়।

  5. 5

    এবার ওর মধ্যে টমেটো কুচি ও নুন দিয়ে ১-২ মিনিট ভাজতে হবে।

  6. 6

    এবার ওর মধ্যে একে একে সব গুঁড়ো মশলা, ও জল দিয়ে মশলা টাকে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।

  7. 7

    মশলা থেকে তেল বেরিয়ে এলে ওর মধ্যে পোস্তবাটা ও পরিমাণ মতো জল দিয়ে ৪-৫ মিনিট ফুটতে দিতে হবে।

  8. 8

    গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে ভাজা মাছ ও স্বাদ অনুযায়ী নুন (যদি লাগে) দিয়ে দিয়ে ২-৩ মিনিট ফোটালেই তৈরি।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার টমেটো পোস্ত রুই।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jyoti Santra
Jyoti Santra @Jyoti1996
Antisara, Hooghly

Similar Recipes