ভোগের খিচুরী (Bhoger Khichuri recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

#ebook2
এটি জগন্নাথদেবের ও শ্রীকৃষ্ণের খুবই প্রিয় ৫৬ ভোগের একটি মহাভোগ।ডাল চাল ও নানারকম তরকারি সহযোগে তৈরি।

ভোগের খিচুরী (Bhoger Khichuri recipe in Bengali)

#ebook2
এটি জগন্নাথদেবের ও শ্রীকৃষ্ণের খুবই প্রিয় ৫৬ ভোগের একটি মহাভোগ।ডাল চাল ও নানারকম তরকারি সহযোগে তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
১০ জনের জন্য
  1. ১ কাপ গোবিন্দভোগ চাল
  2. ১ কাপ মুগের ডাল
  3. ১০ টা কাজু
  4. ১০ টা কিসমিস
  5. ১০ টা আমন্ড বাদাম
  6. ৩ টেবিল চামচসর্ষের তেল
  7. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ৪ টে কাঁচালঙ্কা চেড়া
  9. ১০০ গ্রাম কুমড়ো ডুমো করে কাটা
  10. ১০০ গ্রাম আলু ডুমো করে কাটা
  11. ১০০ গ্রাম বিন্স ডুমো করে কাটা
  12. ১০০ গ্রাম গাজর ডুমো করে কাটা
  13. ২ টো টমেটো লম্বা করে কাটা
  14. ৪টে শুকনো লঙ্কা
  15. ৪টে তেজপাতা
  16. ১ চা চামচ গোটা জিরে
  17. ২ চা চামচ জিরে গুঁড়ো
  18. ২ চা চামচ আদা বাটা
  19. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  20. ৬টা এলাচ
  21. ১" দারচিনি
  22. ৪ টে লবঙ্গ
  23. ২ চা চামচ ঘি
  24. স্বাদ মতনুন ও চিনি
  25. পরিমাণ অনুযায়ী গরম জল
  26. ২ টেবিল চামচ নারকেল কোরা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্যানে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা,শুকনো লঙ্কা,জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, ফোড়ন দিয়ে নারকেল কোরাটা মিশিয়ে ভালো করে ভাজতে হবে ।তারপর চারটে কাঁচালঙ্কা দিতে হবে।

  2. 2

    এবার একে একে গাজর,কুমড়ো,আলু, বিনস্ দিয়ে একটু সাঁতলে টমেটো দিয়ে দুমিনিট কষাতে হবে।

  3. 3

    এদিকে ডালটা শুকনো খোলায় ভেজে ধুয়ে নিতে হবে আর চালটা ধুয়ে একটু ঘি মাখিয়ে রাখতে হবে।

  4. 4

    ২ মিনিট বাদে ডালটা তরকারির মধ্যে দিয়ে ২ মিনিট ভেজে চালটা এরসঙ্গে মিশিয়ে ২ মিনিট ভাজতে হবে।

  5. 5

    এবার হলুদ,জিরে,নুন, লঙ্কার গুঁড়ো,আদাবাটা,ভালোভাবে মিশিয়ে 5 মিনিট কষানোর পর দেড় মগ জল মেশাতে হবে।

  6. 6

    অন্য গ্যাসে একটা প্যান বসিয়ে এক চামচ ঘি গরম করে তাতে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিতে হবে আর সাথে চাল-ডাল নাড়তে হবে।

  7. 7

    জলটা শুকিয়ে এলে এবং চাল ডাল সিদ্ধ হয়ে এলে চিনি ও কিছুটা ড্রাই ফ্রুটস এর সাথে মেশাতে হবে । তার পর ঘিটা মেশাতে হবে॥

  8. 8

    সবশেষে গ্যাস থেকে খিচুরী টা নামিয়ে একটা সুন্দর পাত্রে সাজিয়ে তার ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

মন্তব্যগুলি (11)

Similar Recipes