ধোকলা (Dhokla recipe in bengali)

Sujata Mandal
Sujata Mandal @cook_20684303

#GA4
#Week 4 আমি গুজরাঠের একটি পদ বেছে নিয়েছি এর নাম ধোকলা ।

ধোকলা (Dhokla recipe in bengali)

#GA4
#Week 4 আমি গুজরাঠের একটি পদ বেছে নিয়েছি এর নাম ধোকলা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ -৩০ মিনিট
৪-৫
  1. ২কাপ বেসন
  2. ৩ টেবিল চামচ সাদা তেল
  3. স্বাদমতো নুন
  4. ২ চা চামচ পাতি লেবুর রস
  5. ৪টেবিল চামচ চিনি
  6. ১ প্যাকেট (চামচ) ইনো
  7. ১/২চা চামচহলুদ
  8. ১ চা চামচ আদা কুচি
  9. ১/২ চা চামচ লঙ্কা কুচি
  10. ৫-৬ কাঁচা লঙ্কা
  11. ১ চা চামচ রাই সরষে
  12. প্রয়োজন মতকারিপাতা
  13. পরিমান মতজল

রান্নার নির্দেশ সমূহ

২৫ -৩০ মিনিট
  1. 1

    বেসন চেলে নিতে হবে।

  2. 2

    বেসনে নুন,হলুদ,২চামচ চিনি,লেবুর রস মাখিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর বেসনে একটু একটু করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে বেটার তৈরি করে ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিতে হবে।

  4. 4

    কড়াইয়ে ২ গ্লাস জল দিয়ে তার উপরে একটা স্টেন্ড দিয়ে গ্যাসে প্রিহিট করতে দিতে হবে।

  5. 5

    একটা কেক টিন বা স্টিলের টিফিন কোটায় তেল ব্রাস করতে হবে।

  6. 6

    এবার বেসন বেটারে ইনো দিয়ে ভালো করে মিশিয়ে কেক টিনে ঢেলে কড়াইয়ে স্ট্যেন্ডের উপরে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কম করে দিতে হবে।

  7. 7

    এবার তড়কা করতে হবে তার জন্য একটা ফ্রাইপেনে তেল দিয়ে তার মধ্যে সরষে,চেরা কাচা লঙ্কা,কারিপাতা ফোড়ন দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে ১ কাপ জল,নুন,চিনি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দিতে হবে।

  8. 8

    ২৫মিনিট পর ধোকলার ঢাকা খুলে একটা স্টিকে চেক করে নিতে হবে স্টিকে কিছু না লেগে থাকলে কেক টিন নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে।

  9. 9

    ঠান্ডা হয়ে এলে ধোকলা পিস পিস করে কেটে তড়কা চামচে করে করে দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sujata Mandal
Sujata Mandal @cook_20684303

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
সুন্দর হয়েছে। একটু অন্যরকমের।
আমিও কিছু নতুন চেষ্টা করেছি পারলে দেখবেন।পছন্দ হলে অনুসরণ করে দেবেন।🐾

Similar Recipes