আনারসের চাটনি (pineapple chutney recipe in bengali)

Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata

#GA4
#Week4 এর ধাঁধা থেকে আমি চাটনি শব্দ টি বেছে নিয়ে একটা সহজ রেসিপি বানালাম

আনারসের চাটনি (pineapple chutney recipe in bengali)

#GA4
#Week4 এর ধাঁধা থেকে আমি চাটনি শব্দ টি বেছে নিয়ে একটা সহজ রেসিপি বানালাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন এর জন্যে
  1. 1টাগোটা আনারস
  2. ৭-৮ টা মতো কাজু
  3. ৭-৮ টা মতো কিসমিস
  4. অবশ্যই জল এ ভিজিয়ে রাখতে হবে কাজু কিসমিস গুলি কে
  5. ১কাপ চিনি(অবশ্যই সেটা আনারস কতটা মিস্টি সেটা বুঝে)
  6. ১চিমটিনুন
  7. ১ টাশুকনো লঙ্কা কেটে দানা ফেলে দিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে
  8. ১ চা চামচসরষের তেল
  9. ১/২ চা চামচ পাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে আনারস টিকে মাঝ খানে থেকে কেটে নিয়ে,ভালো করে চামচ দিয়ে ভেতর থেকে স্কুপ করে বের করে নিতে হবে

  2. 2

    এরপর কড়াই তে তেল দিয়ে তাতে আনারস গুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, এরপর তাতে জল ঢেলে ভালো করে সিদ্ধ করতে হবে।

  3. 3

    আনারস টি সিদ্ধ হলে,তাতে চিনি দিয়ে আরও কিছক্ষণ ফোটাতে হবে, চিনি দিয়ার পর একটু রং র পরিবর্তন হবে।

  4. 4

    এরপর এতে কাজু,কিসমিস, পাঁচফোড়ন আর ভেজে রাখা শুকনো লঙ্কা কেটে ছড়িয়ে দিতে হবে চাটনি র উপরে,তাহলেই তৈরী আনারস এর চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata
রান্না করে এবং রান্না খাইয়ে যা তৃপ্তি তা আর কোথাও নেই, আমার ভালোবাসা
আরও পড়ুন

Similar Recipes