ছোলে ভাতুরে (chole bhature recipe in bengali)

Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

ছোলে ভাতুরে (chole bhature recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
  1. ১কাপছোলের জন্যে কাবুলি ছোলা
  2. ২ টোপিঁয়াজ কুচি
  3. ১ টেবিল চামচআদা বাটা
  4. ৩-৪ কোয়ারসুন বাটা
  5. ১কাপচা পাতা ভেজানো জল
  6. ২ টেবিল চামচগোটা জিরে
  7. ২ টেবিল চামচগোটা ধনে
  8. ১ টেবিল চামচজিরে গুঁড়ো
  9. ১ টেবিল চামচধনে গুঁড়ো
  10. ১ টেবিল চামচ করে লঙ্কা গুঁড়ো ও লঙ্কা কুচিও
  11. ১ টেবিল চামচহলুদ গুঁড়ো
  12. ১ টেবিল চামচতেঁতুলের কাঁথ
  13. ২টোটমেটো কুচি
  14. ৪ টেবিল চামচঘী
  15. স্বাদ অনুযায়ীনুন
  16. ২ টেবিল চামচচানা মশলা তৈরির উপকরণ গোটা ধনে
  17. ১ টেবিল চামচগোটা জিরে
  18. ১টাদারচিনি
  19. ৩-৪টেলবঙ্গ
  20. ১ টেবিল চামচগোটা গোলমরিচ
  21. ৪টেকালো এলাচ
  22. ৫টাসবুজ এলাচ
  23. ১টাতেজপাতা
  24. ২-৩টেশুকনো লঙ্কা
  25. ১/২ টেবিল চামচ(বেদানা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন)
  26. ২কাপভাতুরে তৈরির উপকরণ ময়দা
  27. ১/২কাপদুধ
  28. ১/২কাপটক দই
  29. ১ টেবিল চামচচিনি
  30. ১/৪ টেবিল চামচবেকিং পাউডার
  31. ১/২ টেবিল চামচনুন

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ভাতুরের জন্যে

    *একটি পাত্রে ময়দা নিন,তাতে টক দই,চিনি,নুন ও বেকিং পাউডার দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন।

    *অল্প অল্প দুধের সাহায্য ময়দা মেখে ১ঘণ্টার জন্যে ঢেকে রাখুন ভিজে কাপড় দিয়ে।

    * ঢাকা খুলে আবার একটু মেখে নিন। একটু বড় লেচি কাটুন। রুটির আকারে বেলে ভেজে নিলেই তৈরি ভাতুরে।

  2. 2

    ছোলে বানানোর জন্য - 

    প্রেসার কুকারে ছোলে দিন। জল দিয়ে ৪-৫ টি সিটি দিয়ে নামিয়ে নিন। তারপর,কড়াইয়ে ঘি দিন। গলতে শুরু করলে গোটা ধনে,গোটা জিরে দিন। সাথে পিয়াজ কুচি দিন, পিয়াজ একটু লাল হতে শুরু করলে তাতে লঙ্কা কুচি,আদা - রসুন বাটা দিয়ে নাড়ুন।

  3. 3

    জিরে - ধনে - লঙ্কা - হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে কষান এবং কিছুক্ষন পর তৈরি করে রাখা চানা মসলা,টমেটো কুচি দিন। অল্প জল দিয়ে  কিছুক্ষণ নাড়ুন। আগে থেকে ভেজানো চা পাতার জল ও তেঁতুলের কাঁথ দিন।

  4. 4

    ঝোল ঘন  হয়ে আসলে সেদ্ধ কাবুলি ছোলা ও ছোলার জল দিন,গ্যাসের আঁচ বাড়িয়ে রাখুন যতক্ষণ না ঝোল একটু গাঢ় হয়।তারপর,একটি ম্যাশারের সাহায্য নিচে থাকা চানা গুলিকে একটু ম্যাশ করে নিলেই তৈরি ছোলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

মন্তব্যগুলি (5)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
বেশ সুন্দর হয়েছে। ভালো লাগলো।
আমিও কিছু নতুন চেষ্টা করেছি।দেখার অনুরোধ রইলো। ভাল লাগলে অনুসরণ দেবেন।🐾

Similar Recipes