পাঁচ মেশালি তরকারি (panchmishali torkari recipe in Bengali)

Medha Sharma
Medha Sharma @cook_24775378
Balurghat

#ebook2
সরস্বতী পুজো/পৌষ পার্বন
আমার বাড়িতে প্রতি বার ভোগের থালায় এই তরকারি টা থাকেই তাই আমি এই রেসিপি টা আমার মতো করে শেয়ার. করলাম।

পাঁচ মেশালি তরকারি (panchmishali torkari recipe in Bengali)

#ebook2
সরস্বতী পুজো/পৌষ পার্বন
আমার বাড়িতে প্রতি বার ভোগের থালায় এই তরকারি টা থাকেই তাই আমি এই রেসিপি টা আমার মতো করে শেয়ার. করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টা বড় মাপেরআলু
  2. 200 গ্রামবাঁধাকপি
  3. 100 গ্রামবরবটি
  4. 150 গ্রামমিষ্টি কুমড়ো
  5. 100 গ্রামপেঁপে
  6. 1 টা মাঝারি মাপেরবেগুন
  7. স্বাদ মতোনুন
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1 টেবিল চামচচিনি
  10. 1.5 চা চামচগরম মশলা গুঁড়ো
  11. 2 টাতেজপাতা
  12. 1 টাশুকনো লঙ্কা
  13. 1 চা চামচপাঁচ ফোড়ন
  14. 1 টেবিল চামচঘি
  15. 1 চা চামচভাজা মসলা (শুকনো জীরে, মেথি, মৌরি, গোলমরিচ একসাথে)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব সব্জি গুলো কে সমান মাপের করে কেটে নিতে হবে। এবার কড়াই তে ভাজা মসলার মসলা গুলো দিয়ে কম আঁচ দিয়ে আস্তে আস্তে শুকনো খোলাই ভেজে নিয়ে কোন হামান দিস্তা দিয়ে গুঁড়ো করবেন। দেখবেন যেন মিহি গুঁড়ো না হয়।

  2. 2

    এবার কড়াই তে তেল দিয়ে গরম করুন। বেগুন গুলো দিয়ে ভাল করে ভেজে তুলে রাখুন 1 পাশে।

  3. 3

    এবার ওই একই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচ ফোড়ন দিন সাথে বাকি কেটে রাখা সব্জি গুলি দিয়ে নাড়া ছাড়া করে ঢেকে রান্না করুন 2-3 মিনিট

  4. 4

    এবার ঢাকনা খুলে এতে নুন ও হলুদ দিন । আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখুন4-5 মিনিট। ঢাকনা খুলে নাড়াচাড়া করুন। এবার অল্প জল দিয়ে ঢেকে দিন।

  5. 5

    5-7 মিনিট পর ঢাকনা খুলে এবার গরম মসলা আর চিনি দিন। এবার চেক করুন সব্জি গুলো ক্যাব সেদ্ধ হয়েছে কিনা । হয়ে গেলে ভেজে রাখা বেগুন গুলো মিশিয়ে দিন।

  6. 6

    আবার ঢাকা দিয়ে রান্না করুন 4-5 মিনিট। এবার ঢাকনা খুলে ঘি ও ভাজা মসলা মিশিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Medha Sharma
Medha Sharma @cook_24775378
Balurghat
healthy is homemade
আরও পড়ুন

Similar Recipes