সাবুর খিচুড়ি (Sabur khichuri recipe in bengali)

Mali Chakraborty
Mali Chakraborty @cook_21789596

সাবুর খিচুড়ি (Sabur khichuri recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭৫গ্রামসাবু দানা
  2. ৫০গ্রামমুগ ডাল
  3. ২ টেবিল চামচআদা কাচা লঙ্কা বাটা
  4. ১টিতেজ পাতা
  5. ২টিশুকনো লঙ্কা
  6. ১চা চামচচিনি
  7. ১ টেবিল চামচধনের গুঁড়ো
  8. ১ টেবিল চামচজিরে গুঁড়ো
  9. ১চা চামচহলুদ গুঁড়ো
  10. স্বাদ মতলবণ
  11. ১চা চামচগোটা জিরে
  12. প্রয়োজন অনুযায়ীসবজি (নিজেদের পছন্দ মতো) নারকেল কুচি, কুমড়ো, আলু, বরবটি,
  13. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াই তে সাবু একটু ভেজে ধুইয়ে নিতে হবে তাহলে সাবুর যে লোধ ভাবটা আছে কেটে যাবে। এবার ডাল টাও একই ভাবে ভেজে ধুয়ে নিতে হবে। সাবু ধুয়ে একটা কাপড়ে শুকিয়ে নিতে হবে যাতে জল টা টেনে যায়।

  2. 2

    কড়াই তে তেল দিয়ে সব সবজি ভেজে তুলে রাখতে হবে।একটা বাটিতে জিরে গুরো ধনে গুরো আর হলুদ সামান্য জল দিয়ে একটা পেস্ট করে রাখতে হবে। এবার কড়াই তে ২ টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে তেজ পাতা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তার মধ্যে মসলার পেস্ট টি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।

  3. 3

    এবার মসলার মধ্যে সাবু টা দিয়ে নেড়ে নিতে হবে। অপর দিকে একটা হারি তে জল দিয়ে তার মধ্যে পরিমাণ মত লবণ দিয়ে ডাল টা সেদ্ধ করে তার মধ্যে সব সবজি গুলো দিয়ে দিতে হবে।ডাল টা সেদ্ধ হলে তার মধ্যে সাবু দিয়ে ফুটিয়ে নামানোর আগে সামান্য চিনি আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি সাবুর খিচুড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mali Chakraborty
Mali Chakraborty @cook_21789596

মন্তব্যগুলি

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
Khub valo hoeche 💕amar recipe gulo dekho valo lagle like comment r anusharan deo 💕❤❤

Similar Recipes