বেগুন পোড়া(Begun pora recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

শীতকালে বেগুন পোড়া খেতে বেশ ভালো লাগে।অত‍্যন্ত কম তেল ও কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই তৈরী করা যায় এই পদটি।

বেগুন পোড়া(Begun pora recipe in bengali)

শীতকালে বেগুন পোড়া খেতে বেশ ভালো লাগে।অত‍্যন্ত কম তেল ও কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই তৈরী করা যায় এই পদটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২-জনের জন্য
  1. ১টি বেগুন (বড় মাপের)
  2. ২টিকাঁচালঙ্কা (গোটা)
  3. ২কোয়ারসুন
  4. ১চা চামচপেঁয়াজ কুচি
  5. ১/৪চা চামচ লঙ্কাকুচি
  6. ১চা চামচধনেপাতা কুচি
  7. ১চা চামচসর্ষের তেল
  8. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    বেগুন ধুয়ে পরিস্কার কাপড় দিয়ে মুছে নিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। বোটা থাকবে এবং ঐ বোটার কাছটা জোড়া থাকবে তাতে বেগুন পোড়াতে সুবিধা হয়।এবার চেরা অংশে লঙ্কা ও রসুনের খোসা ছাড়িয়ে ঢুকিয়ে দিয়ে বেগুনের উপর দুই ফোঁঁটা তেল মাখিয়ে দিলাম।একটি তলা ভারী পুরনো প‍্যানে বেগুন রেখে গ‍্যাস জ্বালিয়ে দিলাম।আগুন কম করে রেখে ঢাকা দিলাম।

  2. 2

    দশ মিনিট পর ঢাকনা খুলে অন্য পাশে উল্টে দিলাম আবার ও ঢাকা দিলাম।আর ও দশ মিনিট পর ঢাকা খুলে দেখলাম।এবার বাকী অংশ ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম।এভাবে বেগুন পোড়ালে গ‍্যাস বার্নার নোংরা হয় না, গ‍্যাস অতিরিক্ত নষ্ট ও হয় না। এবার বেগুনের পোড়া খোসা ছড়িয়ে নিলাম। বোটার অংশ কেটে বাদ দিলাম।রসুন, লঙ্কা বেগুনের ভিতর থেকে বের করে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি, তেল ও নুন দিয়ে মেখে নিলাম।

  3. 3

    রুটি, ভাত এমনকি মুড়ির সঙ্গে ও খেতে দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes