পাম্পকিন স্যুপ (Pumpkin Soup recipe in Bengali)

Sikha Mridha
Sikha Mridha @cook_20464097

#শীতকালীনস্যুপ

শীতকাল চলেই এসেছে, এই শীতে শরীরকে চনমনে রাখতে ভিটামিন B এ ভরপুর এই স্যুপের কোনো জুড়ি নেই। আর সেটা যদি হয় পাম্পকিন(কুমড়ো)এর। তাহলে মজা আরো দ্বিগুন হয়ে যায়।এর স্বাদ আর রূপ আপনাকে আকৃষ্ট করবেই।

পাম্পকিন স্যুপ (Pumpkin Soup recipe in Bengali)

#শীতকালীনস্যুপ

শীতকাল চলেই এসেছে, এই শীতে শরীরকে চনমনে রাখতে ভিটামিন B এ ভরপুর এই স্যুপের কোনো জুড়ি নেই। আর সেটা যদি হয় পাম্পকিন(কুমড়ো)এর। তাহলে মজা আরো দ্বিগুন হয়ে যায়।এর স্বাদ আর রূপ আপনাকে আকৃষ্ট করবেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 200 গ্রামলাল মিষ্টি কুমড়ো
  2. 1 কিউবমাখন
  3. 1/2 চা চামচনুন
  4. 1/2 চা চামচ চিনি
  5. 1 চা চামচরসুন পেস্ট
  6. 1/2 চা চামচসাদা গোলমরিচ গুঁড়ো
  7. 1টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  8. 1 টাপুদিনা পাতা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    মিষ্টি কুমড়োকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে।তারপর সেদ্ধ করে নিতে হবে একটু নুন দিয়ে।

  2. 2

    এবার মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

  3. 3

    ননস্টিকের কড়াই গরম করে মাখন দিতে হবে। তারপর রসুনের পেস্টটা দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে পাম্পকিনের পেস্ট দিতে হবে।একটু নেড়ে আন্দাজ মতো জল দিতে হবে। তারপর একে একে নুন, চিনি, সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে ফুটিয়ে গ্যাস বন্ধ করতে হবে।

  4. 4

    এবার স্যুপটাকে ছেঁকে নিয়ে সারভিং বউল এ ঢেলে পুদিনা পাতা আর ফ্রেশ ক্রিম দিয়ে গরম গরম সার্ভ করতে হবে।এর ক্রিমি টেক্সচার সবাইকে মুগ্ধ করবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sikha Mridha
Sikha Mridha @cook_20464097

Similar Recipes