বাঁধাকপি-পাউরুটি পকোড়া(bandhakopi -pauruti pakora recipe in Bengali)

Saraswati Shee
Saraswati Shee @cook_27873079
Karimpur Sukantapally Nadia

#শাকসব্জীরেসিপি
#shabnam

বাঁধাকপি-পাউরুটি পকোড়া(bandhakopi -pauruti pakora recipe in Bengali)

#শাকসব্জীরেসিপি
#shabnam

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
১ জন
  1. বাঁধাকপি কুচি
  2. মটরশুটি
  3. টমেটো কুচি
  4. আলু কুচি
  5. ধনেপাতা কুচি
  6. আদা, রসুন,লঙ্কা বাটা
  7. জিরে গুঁড়ো
  8. হলুদ গুঁড়ো
  9. স্বাদ মতলবণ
  10. স্বাদ মতচিনি
  11. অল্প পরিমাণ ঘি
  12. ভাজা বাদাম গুঁড়ো
  13. সাদা তেল
  14. পরিমাণ মতজল
  15. পরিমাণ মতব্যাসন
  16. ২ টো ডিম
  17. পাওরুটি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে কুচোনো বাঁধাকপি জলে ভাঁপিয়ে ছেঁকে নিতে হবে।এরপর কড়াইতে তেল গরম করে তাতে কুচোনো আলু,টমেটো আর মটরশুটি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে আদা-রসুন-লঙ্কা বাটা,জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো,স্বাদ মত লবণ ও চিনি দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে ভাঁপানো বাঁধাকপি টা কড়াইতে ঢেলে অল্প আঁচে বারবার ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ ও মাখোমাখো হয়। নামানোর কিছু মুহূর্ত আগে ধনেপাতা কুচি,ভাজা বাদাম গুঁড়ো,অল্প পরিমাণ ঘি ও অল্প পরিমাণ গরম মশলা দিয়ে নেরে একটা পাত্রে ঢেলে রাখতে হবে।

  2. 2

    পাওরুটির পিস গুলো জলে ধুয়ে রাখতে হবে।এরপর একটা পাত্রে ২টো ডিম আর ব্যাসন একটু লবণ দিয়ে একটা তরল মিশ্রন বানাতে হবে।জলে ভেজানো একটা পাওরুটির ওপর রান্না করা কিছুটা বাঁধাকপি পুর হিসেবে দিয়ে আর একটা ভেজানো পাওরুটির পিস চাপিয়ে দুই পাওরুটির চারপাশটা আঙুল দিয়ে চেপে দিতে হবে যাতে খুলে না যায়।

  3. 3

    এরপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে পুর ভরা পাওরুটি টা ওই ব্যাসনের মিশ্রনটিতে ভালোকরে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভালোভাবে ভাজতে হবে।দুই পিঠ ভালোভাবে ভাজা হলে সেটা তুলে সার্ফিং ডিশ -এ স্যালাড আর সস বা কাসুন্দি সহ পরিবেশন করতে হবে।এটি বাচ্চা ও বড়োদের সকলের প্রিয়, সুস্বাদু ও সুস্বাস্থকর একটি খাবার।এটা সকাল বা সন্ধার জলখাবার হিসেবে পরিবেশন করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saraswati Shee
Saraswati Shee @cook_27873079
Karimpur Sukantapally Nadia

Similar Recipes