বাঁধাকপি আলুর দম(bandhakopi aloor dum recipe in Bengali)

প্রিয়াঙ্কা দত্ত
প্রিয়াঙ্কা দত্ত @priyanka123
GOBARDANGA

বাঁধাকপি আলুর দম(bandhakopi aloor dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
5 জন
  1. 400 গ্রামবাঁধাকপি
  2. 4 টেআলু
  3. 3 টেপিঁয়াজ কুঁচি
  4. 2 টোটমেটো কুঁচি
  5. 1টেবিল চামচআদা রসুন বাটা
  6. 1 চা চামচজিরে গুঁড়ো
  7. 1 চা চামচহলুদ গুঁড়ো
  8. 2 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. 1 চা চামচধনে গুঁড়ো
  10. 1 চা চামচগরম মসলা
  11. স্বাদ মতোনুন
  12. পরিমাণ মতোতেল
  13. 1 চা চামচচিনি
  14. 2 টোশুকনো লঙ্কা
  15. 4 টেকাঁচালঙ্কা বাটা

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    কুকার এ আলু ও বাঁধাকপি নুন দিয়ে 4টে সিটি দিয়ে রেখে দিয়ে কড়াইতে তেল গরম করে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।

  2. 2

    ফোড়ন একটু কালো হয়ে গেলে পিঁয়াজ ও টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে।

  3. 3

    পিঁয়াজ ও টমেটো নরম হয়ে আসলে আদা রসুন বাটা,জিরে,ধনে,হলুদ,লঙ্কা গুঁড়ো ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে।

  4. 4

    কিছুক্ষন কষিয়ে নুন ও করাইসুটি দিয়ে আরো কিছুক্ষন নাড়তে হবে।

  5. 5

    এরপর সিদ্ধ করে রাখা আলু ও বাঁধাকপি জল ঝরিয়ে ওই কষা মশলার ভিতর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এবার সামান্য চিনি দিয়ে জল শুকিয়ে আসলে উপর থেকে গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
প্রিয়াঙ্কা দত্ত
GOBARDANGA
আমি রান্না করতে খুব খুব ভালোবাসি
আরও পড়ুন

Similar Recipes