পমফ্রেট মাছের ঝাল(Delicious pomfret fish curry recipe in Bengali)

Sarmistha Dasgupta
Sarmistha Dasgupta @cook_27177071

#kichenalbela
আমার পছন্দের এই ডিশ টি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম।ভিশন লোভনীয় এই পদটি আমার।

পমফ্রেট মাছের ঝাল(Delicious pomfret fish curry recipe in Bengali)

#kichenalbela
আমার পছন্দের এই ডিশ টি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম।ভিশন লোভনীয় এই পদটি আমার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৪জনের জন্য
  1. ৪টি বড় পমফ্রেট মাছ
  2. ১টি বড় পিঁয়াজ করা
  3. ১টি বড় টমেটো কাটা
  4. ২টেবিল চামচআদাবাটা
  5. ১চা চামচরসুনবাটা
  6. ১ টেবিল চামচজিরে গুঁড়ো
  7. ১টেবিল চামচধনে গুঁড়ো
  8. ১টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  9. ১টেবিল চামচগরম মশলা গুঁড়ো
  10. ১টি পাতি লেবুর রস
  11. পরিমাণ মতো ধনেপাতা কুচি
  12. ১চা চামচ হলুদ গুঁড়ো
  13. স্বাদমতনুন

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে মাচ গুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ মাখিয়ে নিয়ে রাখতে হবে।তারপর কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুল হালকা করে ভেজে নিতে হবে।

  2. 2

    তারপর কড়াইতে অল্প চিনি দিয়ে নেড়ে নিয়ে আদাবাটা,পিয়াজবাটা,রসুনবাটা,টমেটো কুচি,কাচালংকা দিয়ে ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পরে জিরেগুর,ধনেগুর,একটু উষ্ণ গরম জলে গুলে নিয়ে কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে হবে যত ক্ষণ না তেল ছারছে।তেল টা ছেড়ে গেলে ১কাপ জল দিয়ে নাড়তে হবে।

  3. 3

    তারপর জলটা ফুটে গেলে মাচ গুল এক এক করে দিয়ে দিতে হবে দিয়ে পাতিলেবুর রশ তা দিয়ে দিতদ হবে।তারপরজল টা টেনে গেলে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিতে হবে দিয়ে নাড়তে হবে।

  4. 4

    সব শেষে ধরেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmistha Dasgupta
Sarmistha Dasgupta @cook_27177071

Top Search in

Similar Recipes