শাহী পনির (sahi paneer recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#GA4
#week17
এবারের ধাঁধা থেকে শাহী পনির বেছে নিলাম এটি আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে করেছি এবং কিছু শীতকালীন সবজির ব্যবহার করেছি এই পদটি রুটি, নান, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে অসাধারণ খেতে লাগে।

শাহী পনির (sahi paneer recipe in Bengali)

#GA4
#week17
এবারের ধাঁধা থেকে শাহী পনির বেছে নিলাম এটি আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে করেছি এবং কিছু শীতকালীন সবজির ব্যবহার করেছি এই পদটি রুটি, নান, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে অসাধারণ খেতে লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
6 জন
  1. 300 গ্রামপনির কিউব করে কাটা
  2. 1 টাআলু কিউব করে কাটা
  3. 1/2ক্যাপ্সিকাম কিউব করে কাটা
  4. 1মুঠোমটরশুটি
  5. 1/2টমেটো
  6. 1 টাকাঁচা লঙ্কা
  7. 1 চা চামচলঙ্কাগুঁড়ো
  8. 2 চা চামচগরম মশলা গুঁড়ো
  9. স্বাদমতোনুন ও চিনি
  10. 1 চা চামচটক দই
  11. 2 কাপদুধ
  12. 1 চা চামচঘি
  13. 2 চা চামচসাদা তেল
  14. এক মুঠোকাজু
  15. 4 চা চামচ চারমগজ
  16. 2 চা চামচ ফ্রেশ ক্রিম
  17. প্রয়োজন মতোজল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে চারমগজ ও কাজু 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। এরপর টমেটো কাঁচা লঙ্কা কাজু ও চার মগজ একসাথে একটি পেস্ট বানিয়ে নিলাম।

  2. 2

    করাতে সাদা তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে তুলে নিলাম।তারপর ওই তেলে কাজু পেস্ট দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে নুন চিনি ও লংকা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম।

  3. 3

    মসলার কাঁচা গন্ধ চলে গেলে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে আলু-ক্যাপ্সিকাম ও মটরশুঁটি দিয়ে আবারো কিছুক্ষণ রান্না করে নিলাম।

  4. 4

    এরপর শাহি গরম মসলা গুঁড়ো ও অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে ফুঁটিয়ে নিলাম।

  5. 5

    এরপর পনির কিউব গুলো দিয়ে ভালো করে মিশিয়ে দুধ দিয়ে আবারো দুমিনিট রান্না করে নিলাম।

  6. 6

    সমস্ত টা ভালো করে ফুটতে শুরু করলে ঘি দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম।

  7. 7

    এরপর একটি প্লেটে ঢেলে ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes